যাত্রা হলো সমাপন, তবু ফুরায়নি পথ

বাসন্ত বিষুব
Published : 5 June 2011, 05:56 PM
Updated : 5 June 2011, 05:56 PM

আজম খানের জন্য এলিজি

মুকুট বিহীন সম্রাট, রাজ্যবিহীন রাজন্য- এ বচন সুপ্রচলিত। আজ যে সম্রাটের মৃত্যু হলো তিনি মুকুট শোভিত ছিলেন না, ছিলেন না রাজ্যহীন। তার একটি রাজ্য ছিল– সঙ্গীত। তারই হাত ধরে এদেশে নোঙর করেছিল পশ্চিমের পপ সঙ্গীত। বাঙলার উঠানে, বাঙলার গগনে সে সঙ্গীত তৎসম নয়, হয়ে উঠেছিল তদ্ভব।

সম্রাটের আজ বিদায় ঘটেছে। সমাপ্তি ঘটেছে তার রথযাত্রার। তিনি এখন, আজ আর এই লোকে নেই; ঠাই পেয়েছেন অচীন লোকে। কিন্তু যাত্রা সমাপ্ত হলেও ফুরায়নি পথ… পথ যে ফুরাবার নয়। যে পথ তিনি সৃজন করেছিলেন, সে পথ তার যাত্রার চেয়েও দীর্ঘ– সে পথের কোন সমাপ্তি নেই। পথ পথিককে নয়, পথিকই সৃজন করেন পথকে। তিনি এমন এক পথ সৃজন করেছিলেন যে পথের পথিক এখন আর তিনি একা নন। শত, সহস্র…

পপসম্রাট আজম খানের মৃত্যুতে শোকগ্রস্থ জাতি, বেদনাহত পরিবার। তার এই মৃত্যুতে অভিমান ছিল কিন্তু ছিলনা অপূর্ণতা। তিনি জাতিকে দিয়েছেন– '৭১ এ, তারও পরে। তিনি যে পথ রেখে গেছেন সে পথও দিয়ে যাবে অনন্তকাল ধরে। এ পথের সম্রাটের মৃত্যু নেই। কারণ তিনি যে পথিক-সম্রাট!

প্রয়াত পপসম্রাট আজম খান এর মৃত্যুতে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও ভালবাসা রইলো।

***
ফিচার ছবি কৃতজ্ঞতা: হাসান বিপুল