সাকিব-তামিম: তবুও তোমাদের অভিনন্দন

বাসন্ত বিষুব
Published : 22 March 2012, 05:22 PM
Updated : 22 March 2012, 05:22 PM

বিজয়ী হলেই যে অভিনন্দন জানাতে হবে তা তো নয়। অভিনন্দন পায় বীরেরা। বীর তাদেরই বলা যায় যারা শেষ পর্যন্ত লড়াই করে। বীরের মর্যাদার জন্য বিজয়ী হওয়া শর্ত নয়।

সাকিব-তামিম এর দল আজ লড়াই করেছে। ওরা হেরেছে বটে, তবে প্রতিপক্ষের বিজয়কে ম্লান করে দিয়েছে। খেলার ফলে ওরা আজ বিজয়ী নয় তবে জয়ের মালা ওদেরই। ওরা জয় করেছে পুরো জাতির হৃদয়কে। বাঙালী আজ জেনেছে আমরা লড়াই ভুলে যাইনি; জেনেছে আমরা হেরেও জিততে পারি।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে লড়াই উপহার দেবার জন্য। অভিনন্দন সাকিব-তামিমকে।

তবুও আমরা তোমাদের সাথেই আছি। তোমাদের জন্য আজ কোন নিন্দা-বাক্য নেই। যতটুকু আছে তার সবটাই ভালবাসা।