যশোর শিক্ষা বোর্ড পর্যন্ত রাস্তাটিতে যানবাহন জটলা

মনিরুল ইসলাম
Published : 26 August 2017, 04:33 AM
Updated : 26 August 2017, 04:33 AM

শহরের উত্তর প্রবেশ দ্বার নিউ মার্কেট থেকে পূর্ব দিকে ঘুরতেই দেখা যায় ঢাকা রোডের দুপার্শ্ব যশোর শিক্ষা বোর্ড পর্যন্ত অগনিত গাড়ি ব্যস্ততম রাস্তাটির মূল অংশ দখল করে পার্কিং করে রাখা হয়েছে। যাতে করে রাস্তাটির উক্ত অংশের প্রশস্ততা সংকীর্ণ হওয়ার ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যহত হচ্ছে। শিক্ষা বোর্ডের গেট থেকে রাস্তার পশ্চিম দিক বরাবর বাম পার্শ্বটি নিউ মার্কেট চৌরাস্তা পর্যন্ত দখল করে গাড়ি রাখার জন্য এলাকাটি দূর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। কেননা দখলকৃত জায়গায় কোন চলন্ত বাইসাইকেল আরোহী থাকলেও পিছন থেকে কোন ভারী যানবাহন অভার টেকিং নেওয়ার মত নিরাপদ জায়গাটুকু অবশিষ্ট থাকে না।

আগে রাস্তাটির শিশু হাসপাতাল পার্শ্বটি মোটামুটি দখলমুক্ত থাকলেও বর্তমানে এই পার্শ্বটিও বাসের দখলে চলে যাচ্ছে। এছাড়াও নিউ মার্কেট ট্রাফিক আইল্যান্ড থেকে মনিহার মুখি রাস্তার বাম পার্শ্বে, দাঁড়াটানা মুখি রাস্তার বাম পার্শ্বে এবং পালবাড়ী মুখি রাস্তার বাম পার্শ্বে দীর্ঘ দিন ধরে ব্যাটারি চালিত বাইকের দখলে রয়েছে। এই স্থানগুলো ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী উঠানো নামানোর স্টান্ড হিসেবে ব্যবহার হওয়ার ফলে এখানে প্রায়ই যানবাহনের জটলা পাকিয়ে যায়। এটাকে কখনোই শৃংখল দৃশ্য বলা যায় না। মাসের পর মাস এভাবে চলতে থাকলেও কোন কর্তৃপক্ষেরই এই দিকে সুনজর পড়ে না।