সিটিং সার্ভিসের নামে ‘চিটিং সার্ভিস’

মামুন বিশ্বাস
Published : 18 March 2017, 07:12 AM
Updated : 18 March 2017, 07:12 AM

রাজধানীর আব্দুল্লাহপুর হয়ে মিরপুর থেকে আনসার ক্যাম্প, মোহাম্মদপুর এবং নতুনবাজার, কুড়িল হয়ে মিরপুর থেকে আনসারক্যাম্প, মোহাম্মদপুর পর্যন্ত বেশ কিছু বাস সিটিং সার্ভিস হিসেবে চালাচ্ছে। এই রুটে সিটিং সার্ভিসের কথা বলে সর্বনিম্ন ভাড়া নেয়া হয় ৩০ টাকা।

তবে ভাড়ার বিপরীতে যাত্রীদের কোন টিকেট দেয়া হয় না। সিটিং সার্ভিসে সিটের অতিরিক্ত যাত্রী না উঠানোর নিয়ম থাকলেও বাসগুলোতে যাত্রী ওঠানো হয় ঠেসে ঠেসে। গেটলক এসব পরিবহনে যেখানেই যাত্রী নামুক না কেন তাকে দিতে হচ্ছে সর্বশেষ গন্তব্যের ভাড়া এবং এসব গাড়িতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার কোনো ব্যবস্থা নেই (যদিও মাননীয় যোগাযোগ মন্ত্রী শিক্ষার্থীদের ভাড়া হাফ করে দিয়েছেন)। সিটিং সার্ভিসের নামে চলছে 'চিটিং সার্ভি '। সিটিং সার্ভিসের বিড়ম্বনায় অতিষ্ঠ সাধারণ মানুষ।

তাই এই নৈরাজ্যের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।