ভেনিজুয়েলা: তেল শোধনাগার বিস্ফোরণে আমুয়েতে বিশৃংখলা

সংকলক
Published : 2 Sept 2012, 07:19 AM
Updated : 2 Sept 2012, 07:19 AM

আজ ২৫শে আগস্ট রাত ১টার সময় ফ্যালকন রাজ্যের হুদিবানাতে আমুয়ে শোধনাগারে একটি গ্যাস (তেল) ট্যাংক বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ২৬জনের (ফ্যালকনের মিডিয়া ৩৫জনের মৃত্যু রিপোর্ট করেছে) মৃত্যু এবং ৮৬জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই জাতীয় বলিভারীয় রক্ষী সদস্য। আমুয়ে ভেনেজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শোধনাগার এবং বিশ্বের পাঁচটি বৃহত্তম তেল শোধনাগারের একটি।

এই দুর্ঘটনার পিছনের কারণ এখনো অস্পষ্ট।

পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী চিকিৎসক গাব্রিয়েলা গঞ্জালেজ (@গ্যাব্রিয়েলা২৪০০) [স্প্যানিশ ভাষায়] ভেনেজুয়েলার সাংবাদিক নেলসন বোকারান্দাকে জানিয়েছেন যে শোধনাগারের সতর্কীকরণ ব্যবস্থাটি দুর্ঘটনার আধাঘন্টা আগে সক্রিয় হয়ে তারপর বন্ধ হয়ে যায়।