বাংলাদেশ: কমছে কৃষি নির্ভরতা, বাড়ছে খাদ্য নিরাপত্তাহীনতা

সংকলক
Published : 22 Oct 2012, 04:51 AM
Updated : 22 Oct 2012, 04:51 AM

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। মোট দেশজ উত্পাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১%। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন গবেষণায় কৃষির ওপর নির্ভরশীলতা কমছে, এমন তথ্য পাওয়া গেছে। সেই সাথে কৃষিখাতে কর্মসংস্থানের হারও কমেছে। গত ৪ দশক ধরে শিল্প ও সেবা খাতের কম-বেশি বিকাশ ঘটায় ক্রমশ কৃষি খাতের ওপর নির্ভরশীলতা কমেছে। বতর্মানে দেশের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ কৃষির ওপর নির্ভরশীল। যা ২০০৬-২০০৭ সাল পর্যন্ত ছিল ৬০ শতাংশ। তাছাড়া, দেশের কৃষিখাতে কর্মসংস্থানের হারও কমেছে ২০ শতাংশ। অন্যদিকে ভূমিহীনের সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৯ ভাগ। যা মোট জনগোষ্ঠীর প্রায় দেড় কোটি।