মিশর:”মুবারকীয়” যখন এক ক্রিয়াপদ

সংকলক
Published : 22 August 2011, 02:01 PM
Updated : 22 August 2011, 02:01 PM

গত বুধবার সান ফ্রানসিসকোর যাত্রীরা, ক্যালিফোর্নিয়ার বে এরিয়া রাপিড ট্রানজিট (বিএআরটি) নামক পরিবহণের এক স্টেশনে আবিষ্কার করল যে তাদের মোবাইল ফোন আর কাজ করছে না। পরের দিন সকালে গুজব ছড়িয়ে পড়ে যে সিস্টেম থেকে তাদের মোবাইল সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকাল ১০.০০ টায় বিআরটিএ একটি বিবৃতি প্রদান করে [এরপর এখানে তাজা সংবাদ প্রদান করা হয়েছে], এতে নিশ্চত করা হয় যে এই পাতাল রেলওয়ের প্লাটফর্মে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখানে এক প্রতিবাদ অনুষ্ঠিত হতে পারে এই ধারণা থেকে নেটওয়ার্ক বিছিন্ন করে রাখা হয়।

গত মাসে গুলি বর্ষণের ফলে চার্লস হিল এবং অস্কার গ্রান্টের মৃত্যুর ঘটনায় স্থানীয় একটিভিস্টরা প্রতিবাদ জানাতে শুরু করে (সতর্কতাঃ বীভৎস দৃশ্য সম্বলিত উপাদান)। প্রতিবাদকারীরা বিক্ষোভের মাধ্যমে সফলভাবে বিএআরটির স্টেশন বন্ধ করে দিতে সক্ষম হয়…..> বিস্তারিত

_______________
বিডিনিউজ টুয়েন্টিফো রডটকম ও গ্লোবালভয়েসেসঅলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে