ব্লগ সহায়িকা-৪: লেখায় ’লিংক’ সংযোজন

আইরিন সুলতানা
Published : 19 June 2011, 06:51 AM
Updated : 19 June 2011, 06:51 AM

ব্লগে বিভিন্ন বিভিন্ন পোস্টে তথ্যসূত্র উল্লেখ করাকে ব্লগ টিম শুরু থেকেই উৎসাহিত করছে। তথ্য সূত্র, সংবাদ লিংক, ইত্যাদি যেমন পোস্টের শেষে বিশেষভাবে উল্লেখ করা যায়, তেমনি যোগ করা যায় মূল লেখার মাঝেও। যদি তথ্যসূত্র আন্তর্জালের কোন ওয়েব সাইটে পাওয়া যায়, তবে ব্লগার তার পোস্টের একটি শব্দ বা একটি লাইনকে সহজেই তথ্যসূত্রের সাথে লিংক করে দিতে পারেন।

ওয়েব সাইট লিংক অনেক ক্ষেত্রেই দেখতে দীর্ঘ হয়। লিংক ব্লগে কেবল সরাসরি লিখে দিলে (কপি-পেস্ট) তা পুনরায় কপি-পেস্ট করে বিস্তারিত দেখে নিতে অনেক ব্লগার উৎসাহিত বোধ করেন না। পক্ষান্তরে, যদি কোন ব্লগারের পোস্টে কোন 'টেক্সট লিংকড' থাকে, তবে অন্য ব্লগাররা ক্লিক করতে আগ্রহী হয়ে ওঠেন।

ব্লগে পোস্ট এবং মন্তব্য দু'ক্ষেত্রেই টেক্সট লিংক বা লেখায় লিংক সংযোজনের সুযোগ রয়েছে।

পোস্টে লিংক সংযোজন:

'নতুন পোস্ট লিখুন' অথবা পোস্ট 'এডিট ' প্যানেলে শিরোনাম ও মূল পোস্ট লেখার জন্য দু'টি আলাদা 'টেক্সট ফিল্ড' রয়েছে। মূল পোস্ট লেখার টেক্সট ফিল্ডের উপর বিভিন্ন বাটন রয়েছে, পোস্টের লেখাকে বিভিন্নভাবে 'হাইলাইট' করার জন্য।

'লিংক' বাটনটি 'টেক্সট লিংক' এর জন্য ব্যবহৃত হয়।

১. মূল পোস্ট এর টেক্সট ফিল্ডে কিছু লিখুন।

২. লেখার যতটুকু অংশে লিংক সংযোজন করতে চান ততটুকু 'সিলেক্ট' করুন।

৩. লিংক বাটনে ক্লিক করুন।

৪. একটি ফ্লোটিং বক্স আসবে (যারা মজিলা ফায়ার ফক্স ব্যবহার করছেন তারা এমন দেখতে পাবেন)

৫. লিংক আকারে যে ওয়েব সাইট বা যে লিংকটি সংযোজন করতে চান তা কপি করে নিন ব্রাউজার থেকে (অথবা যদি কোন নোট প্যাড বা টেক্সট এডিটরে লিংকটি সেইভ করা থাকে, সেখান থেকে কপি করে নিন)

৬. এবার ফ্লোটিং বক্সে লেখা http:// মুছে দিন (অথবা তা সিলেক্ট করুন)

৭. এবার ব্রাউজার অথবা টেক্সট এডিটর থেকে কপি করা লিংকটি ফ্লোটিং বক্সে পেস্ট করুন।

৮. ওকে করুন, মূল টেক্সট ফিল্ডে ফিরে আসতে।

৯. পোস্টের সিলেক্ট করা অংশটুকুতে লিংক সংযোজিত কোড দেখা যাবে।

১০. যদি কোডটি মনে রাখতে পারেন, অথবা কোডটি কোথাও লিখে রাখেন মনে রাখার সুবিধার্থে, তবে কোডটি সরাসরি লিখে/কপি-পেস্ট করেও টেক্সট লিংক সংযোজন করা যাবে। এক্ষেত্রে কোড/ফরম্যাটটি হলো (কোডটি ব্যবহারের সময় 'স্পেস' বাদ দিতে হবে)-

< a href = " লিংক " > শব্দ/বাক্য/টেক্সট < / a >

মন্তব্যে লিংক সংযোজন:

১. মন্তব্য ঘরে টেক্সট লিংক করার বাটনটি নীচের স্ক্রিন শটে 'রেড মার্ক' করে দেখানো হয়েছে।

২. পূর্বের নির্দেশিকা অনুসরণ করে মন্তব্যের টেক্সট লিংক করুন।

ব্লগ টিম আশা করছে, ব্লগাররা সকলেই পোস্টে ও প্রয়োজনে মন্তব্যে যথাযথ রেফারেন্স/তথ্যসূত্র প্রদান করবেন।