মাসুদ রানা ও কৃতজ্ঞতা প্রকাশ

জাফরুল
Published : 20 Jan 2013, 12:54 PM
Updated : 20 Jan 2013, 12:54 PM

আমার স্কুল জীবনে মাসুদ রানা ছিল প্রিয় গোয়েন্দা উপন্যাস গুলোর মধ্যে একটি। হেভি মনোযোগ দিয়ে পড়তাম মাসুদ রানা। বই পড়ার সময় নিজেকে যেন মাসুদ রানা হিসাবে মনের অজান্তেই কল্পনা করে ফেলতাম । স্কুল জীবনে অনেক সময় ক্লাসে শেষের দিকের বেঞ্চে বসে স্যারের চোখকে ফাকি দিয়ে মাসুদ রানার বই পড়া হত। এভাবে পড়তে গিয়ে অনেক সময় স্যারের কাছে ধরাও পরতে হত। প্রতিদানে বইটি হারাতে হত ও এক্সট্রা বোনাস হিসাবে বেতের বারি তো থাকতই। আর এই বই সাপ্লাই / ধার দেওয়ার জন্য অন্যতম স্টুডেন্ট ছিল মুকুল। মুকুল 'মাসুদ রানা সিরিজের' সব বই কিনে ফেলত। আর আমরা ওর কাছে থেকে ধার করে নিয়ে পড়তাম। ওর প্রতি থাকলো বন্ধুসুলভ শ্রদ্ধা ও ভালবাসা।

সবচেয়ে বেশি কৃতজ্ঞ মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেনের প্রতি। খুবই কৌতুহলী গোয়েন্দা উপন্যাস মাসুদ রানা সিরিজ উপহার দেওয়ার জন্য শ্রদ্ধা ও বিনয়ের সাথে স্মরণ করছি লেখক কাজী আনোয়ার হোসেনকে।

মাসুদ রানা সিরিজের বই গুলো দেখতে অথবা ডাউনলোড করতে পারেন নিচের লিংক গুলো থেকে।

বোতল বাবা
জার্মানি, ২০-০১-২০১৩
__________________
তথ্যসূত্র ও কৃতজ্ঞতা প্রকাশ
[১] কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা সিরিজ (*হাইপার লিংক ১: দেশীবই ডট কম)
[২] কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা সিরিজ (*হাইপার লিংক ২: বাংলা পিডিএফবই ডট কম)
[৩] কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা সিরিজ (*হাইপার লিংক ৩: মাই বাংলা বুক ডট কম)
[৪] ফিচার ছবি: কাজী আনোয়ার হোসেন, উইকিপিডিয়া থেকে সংগৃহীত। (*হাইপার লিংক ৪: মাসুদ রানা উইকিপিডিয়া)

*হাইপার লিংক গুলো দেখতে পেয়েছি ২০-০১-২০১৩ ইং তারিখে।

সকল মন্তব্যকারিগণকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অন্তরের অন্ত:স্থল হতে জানাই আন্তরিক শুভেচ্ছা।