রাজু আলাউদ্দিন
Published : 1 Nov 2007, 05:12 AM
Updated : 1 Nov 2007, 05:12 AM

আলাউদ্দিন আল আজাদ
আলাউদ্দিন আল আজাদ যে বইগুলো শীঘ্রই পাঠককের সামনে তুলে ধরবেন তার মধ্যে কাব্য, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ রয়েছে। আলাউদ্দিন আল আজাদের শ্রেষ্ঠ কাব্য প্রকাশিত হয়েছিল দুই খণ্ডে, প্রতিটা তিনশ টাকা করে। এবার তিনি একখণ্ডে, সুদৃশ্য সোনালী মোড়কে শ্রেষ্ঠ কাব্য বের করছেন। দাম সাড়ে চারশ রাখতে বলেছেন প্রকাশককে। ছোটগল্প বের করছেন 'যে মাধবী বান্ধবী ছিল না' শিরোনামে। শিরোনামের গল্পটি একজন মাধবী নামের নারীর গল্প নয়, এক অন্তর্নিহিত মানবীর সাথে রহস্যপূর্ণ সম্পর্ক নিয়ে। এই বইটির দাম একশ টাকা হতে পারে। উপন্যাস বের হচ্ছে দুটি। "একজন মহিয়ষী মহিলার স্মৃতিকথা" বইমেলাকে উপলক্ষ্য করে লিখছেন। অন্য উপন্যাসটি আত্মজৈবনিক, নাম 'জন্মদাতা', যা প্রথমে দৈনিক জনকণ্ঠে বের হবে এবং এর পরে বই হিসেবে বই মেলাতে পাওয়া যাবে। প্রবন্ধের বইটির নাম, 'ক্রান্তিকাল'। সাহিত্য ও শিল্পকলা বিষয়ক। ২০০৬ ও ২০০৭ সালে বিভিন্ন পত্রিকায় লিখিত প্রবন্ধের সংকলন। এই বইটিতে থাকছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে লেখা তার প্রবন্ধ 'প্যাপিরাস মতিউর'। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার স্ত্রীর ছোট ভাই। পাকিস্তান থেকে ফিরিয়ে এনে বীরশ্রেষ্ঠকে সমাধিস্থ করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত চারটি স্থানের উল্লেখ ও কেন সেখানে সমাধিস্থ করা যায় নি, সেসমস্ত অজানা কথা বিধৃত হয়েছে প্রবন্ধটিতে।

আলাউদ্দিন আল আজাদ-এর প্রকাশিতব্য চারটি বইয়ের বিপণন সংক্রান্ত তথ্যাদি বাংলাবাজারের 'গতিধারা' প্রকাশনী থেকে জানা যাবে। গতিধারার ঠিকানা ৩৮/২-ক, বাংলা বাজার, ঢাকা-১১০০। ফোন ৭১১৭৫১৫।

আল মাহমুদ
আল মাহমুদ কবিতা, ছোটগল্প, উপন্যাস ও শিশুতোষ ছড়া লিখছেন এখন। একটি কাব্যগ্রন্থ প্রায় গুছিয়ে এনেছেন। নাম এখনও ঠিক হয়নি। ঐতিহ্য প্রকাশনী এই আপাত শিরোনামহীন কাব্যগ্রন্থটির প্রকাশনা সংস্থা। ছোটগল্প লিখছেন বইমেলাকে সামনে রেখে। গল্পগুলো একত্রে একটা বই হিসেবে আবির্ভূত হবে অনন্যা প্রকাশনী থেকে। এটিরও নাম ঠিক হয়নি। কবিতা ও ছোটগল্প ছাড়াও একটা ক্ষুদ্র উপন্যাস লেখার কাজে হাত দিয়েছেন। সময় প্রকাশনী থেকে উপন্যাসটি প্রকাশিত হবে। শিশুদের জন্য একটা ছড়ার বই করছেন তিনি।

আবদুল মান্নান সৈয়দ
আব্দুল মান্নান সৈয়দ এবার বের করছেন ১৯৬৯ সালে অশ্লীলতার দায়ে পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত ছোটগল্পের বই 'সত্যের মত বদমাশ'-এর চতুর্থ সংস্করণ। এ সংস্করণের ভূমিকা লিখেছেন আবদুল্লাহ আবু সায়ীদ। 'ক্ষুধা প্রেম আগুণ' নামে একটি উপন্যাসও লিখছেন। দুটো বই-ই বের হবে এডর্ন প্রকাশনা সংস্থা থেকে। জীবননান্দ দাশ ও ফররুখ আহমদ-এর জীবন ও সাহিত্য নিয়ে দুটি প্রবন্ধমূলক বই বের হচ্ছে সূচিপত্র প্রকাশনী থেকে। আব্দুল মান্নান সৈয়দের আত্মজীবনীমূলক রচনা একদমই কম। আশার কথা হচ্ছে তিনি এবার একটা ক্ষুদ্র স্মৃতিকথা লিখছেন 'ভেসেছিলাম ভাঙা বেলায়'। বইটি সূচিপত্র প্রকাশনী থেকে বের হবে বইমেলায়। কথা প্রসঙ্গে জানালেন, কিছুদিন আগে নিউমার্কেটে বই কিনতে গিয়ে এক বাংলাদেশী কুটনীতিকের এ সংক্রান্ত একটি বইয়ের উৎসর্গ পত্রে নিজের লেখা 'আমার হারানো ডানা' কবিতাটি দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

সেলিনা হোসেন
সেলিনা হোসেন এখন যেসমস্ত লেখালেখি নিয়ে ব্যস্ত তার মধ্যে রবীন্দ্রনাথের এই ভূখণ্ডে অবস্থান-কালীন দেশজ পটভূমিতে রচিত উপন্যাস 'পূর্ণছবির মগ্নতা' অন্যতম। ৩০০ পৃষ্ঠার উপন্যাসটি প্রকাশিত হবে অন্যপ্রকাশ থেকে। তার এযাবতকালের লিখিত প্রবন্ধ নিয়ে একটা সংকলন বের করারও ইচ্ছে আছে। এছাড়া শিশুতোষ বই 'চাদের বুড়ির পান্তা ইলিশ' লিখছেন যা জনতা প্রকাশন থেকে বের হবে। বইগুলি একুশে বইমেলাকে উপলক্ষ্য করেই তিনি লিখছেন।