দাদির পাটি

prism desk
Published : 21 March 2016, 11:52 AM
Updated : 21 March 2016, 11:52 AM

কেমন আছেন দাদি?
দাদি:  আল্লায় রাখছে ভালো। আপনারা ভালো আছেন?
কী করছেন?
দাদি:  পাটি বানাইতাসি।
আপনি কি শখে নাকি টাকার জন্য পাটি বোনেন?
দাদি:  শখেই বানাই।
কত বছর বয়স থেকে পাটি বোনেন?
দাদি:  আমার ছোটবেলা থেকেই বানাই।
কী করেন এই পাটি?
দাদি:  বিক্রি করি আবার শুই।
কত করে বিক্রি করেন?
দাদি:  একটা বড় পাটি বিক্রি করলে ১৪০০ , ১৫০০, ১৬০০…
এই টাকা দিয়ে কি আপনার সংসার চালাইতে হয়?
দাদি:  সংসার চালান যায় না এই এমনি কাজে লাগে।

উনি খালার কাছে থেকে পাটি বোনা শিখেছেন কিন্তু এটা এখন কেউ শিখছে না.. আস্তে আস্তে এই পাটি বোনা বিলুপ্তির দিকে যাচ্ছে।