ভাওয়াল রাজবাড়ি

rifaat newaz
Published : 25 March 2016, 09:17 AM
Updated : 25 March 2016, 09:17 AM

আমার নাম মো. সাজ্জাদ মাহমুদ। আমার বাড়ি গাজীপুরে। আমার বাড়ির পাশে ভাওয়াল রাজবাড়ি। আর এই ভাওয়াল রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন শ্রী নারায়ণ রায়।

আজ আমরা ভাওয়াল রাজবাড়ি সম্পর্কে কিছু জানব। ৫ লক্ষ প্রজা ও ১৫০০ কিলোমিটার এলাকা নিয়ে এই 'রাজত্ব' (জমিদারি) ছিল। এই রাজবাড়িটি এখন জেলা প্রসাশকের কার্যালয়। (কথিত আছে) পুত্র সন্তানের অভাবে এই রাজবাড়ির বিলুপ্ত ঘটে ।

বাড়িটির পাশে একটি মন্দির আছে যা ভাওয়াল রাজা বানিয়ে ছিলেন। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী। কিন্তু এটি গাজীপুরের বেশিরভাগ মানুষের অজানা।