ড: ইউনূসের বিষেদগার [অডিও পডকাস্ট]

ডাকপিয়ন
Published : 17 Oct 2011, 05:56 PM
Updated : 17 Oct 2011, 05:56 PM

সম্প্রতি ড: ইউনূস ইউএস সফরকালে প্রবাসীদের দেয়া এক সম্বর্ধনা সভায় বাংলাদেশ সম্বন্ধে বিষেধগার করেন। তিনি বলেন,

আপনারা যারা বিদেশে আছেন বিশেষ করে নিউইয়র্ক শহরে আছেন আপনাদের প্রচন্ড শক্তি। কারণ আপনারা ঢাকায় থাকলে প্রচন্ড চাপে আপনারা কথা বলতে পারতেন না। কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন, ভয়ে কথা বলতে পারবেন না। কথা বললেই পরের দিন তার ইনকাম ট্যাক্সের হিসেব চাইবে। কেউ কথা বললেই তার চৌদ্দগুষ্ঠির হিসেব চাইবে, কে কি করেছিল। তার গুষ্ঠিতে কেউ রাজাকার ছিল কিনা ইত্যাদি। কেউ কেউ ঠাট্টা করে বলে, এসব বলোনা ২১ এ আগস্টের মামলা করে দিবে। কাকে কোন মামলায় জড়ায়ে দেবে সে ভয়ে অস্থির।