এবার কৃষকের মুখে সুখের হাসি

দ্বীপ সরকার
Published : 6 May 2017, 02:53 PM
Updated : 6 May 2017, 02:53 PM

অন্যান্য বছরের চেয়ে এবার ইরি ধান কৃষকের মুখে সুখে হাসি ফুটিয়েছে বেশ। কাঁচা ধান কেটে বাড়িতে এনেই ৯০০ – ৯৫০ টাকা মন হারে বিক্রি করতে পারছে। সরকার এবার চালের দাম বৃদ্ধি করায় এমনটি ঘটেছে বলে কৃষকরা মনে করছে। ফলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। বিঘা প্রতি ধান কাটা মাড়া বাবদ প্রায় প্রায় ৩০০০ টাকার বেশি পড়ছে এবং সার কীটনাশক সহ প্রায় ৮০০০টাকার বেশি খরচ হয়েছে। এ ক্ষেত্রে বর্তমান ধানের বাজার মূল্য কৃষককে পুষিয়ে দিয়েছে বলে কৃষকরা মনে করছেন।

ছবিটি ৫/৫/১৭ইং তারিখে বগুড়া জেলার শাজাহানপুর থানার গয়নাকুড়ি গ্রাম থেকে তোলা।