মুহম্মদ জাফর ইকবাল এর সাদাসিধে কথা

কবীর
Published : 26 August 2011, 01:13 PM
Updated : 26 August 2011, 01:13 PM

ইলিয়াস কাঞ্চন একা নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে যাচ্ছেন, আমরা তাঁর পাশে গিয়ে দাঁড়াইনি। তারানা হালিমকে আমি সংসদে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুনেছি, পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে মানুষ হত্যা করার লাইসেন্স দেওয়া হলে তিনি আমরণ অনশন করবেন বলে হুমকি দিয়েছেন। অন্যরা কোথায়? সরকার যেহেতু কিছু করবে না, তাহলে দেশের মানুষ কি সবাই মিলে একত্র হতে পারে না? আমি নিশ্চিত, সবাই মিলে একত্র হলে বাংলাদেশের সবচেয়ে বড় বিভীষিকাকে নিশ্চয়ই ঠেকানো সম্ভব ।

ধন্যবাদ জাফর সাহেব – কঠিন ভাবে সত্য কথাটি বলার জন্য। কেন দেশের মানুষ একত্রিত হতে পারছে না ? আমরা যাদের সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে চিনি জানি – তাদের বেশির ভাগই কেন এই অনিয়ম অদক্ষতার বিরুদ্ধে সোচ্চার নয় ? দেশের মানুষ সবাই মিলে একত্রিত হতে অবশ্যই পারবে, চাই শুধু দিক নির্দেশনা। আশা করি আপনাদের মত মানুষ এগিয়ে এসে দিক নির্দেশনা দিলে দেশের মানুষ এই অনিয়ম, অদক্ষদের বিরুদ্ধে অবশ্যই একত্রিত হবে।