পরিবর্তনই সচেতনতা

নাহিদ রহমান
Published : 1 April 2017, 04:52 PM
Updated : 1 April 2017, 04:52 PM

আমরা প্রায়ই প্রতিনিয়ত বিভিন্ন প্রসাধন সামগ্রী (তেল, ক্রিম, সেন্ট,বিভিন্ন স্প্রে) নিজের ও পরিবারের সদস্যদের ব্যবহারে প্রয়োজন পড়ে। প্রতিনিয়ত চাই আমরা ভাল কোন ব্রান্ডের প্রসাধন সামগ্রী ব্যবহার করতে। কিন্ত অত্যন্ত দুঃখজনক ব্যপার হলেও সত্য যে, প্রতিনিয়ত আমরা যা প্রসাধন সামগ্রী ব্যবহার করছি তা বিভিন্ন এলাকা থেকে, ডাস্টাবিন থেকে টোকাইরা পরিত্যক্ত খালি কৌটাগুলো সংগ্রহ করে এবং সেই কৌটায় ভেজাল প্রসাধনী বাজারে অবাধে প্রবেশ করাচ্ছে একদল স্বার্থান্বেষী মানুষ। যা ব্যবহারের পর ত্বকে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ দেখা দিচ্ছে। নিজের পুঁজি বৃদ্ধির জন্য এহেন কাজ নির্দ্বিধায় করে যাচ্ছে একদল অর্থ পিপাসুরা ।
আমরা খাবার ও ওষুধে ভেজাল, ওজনে কারচুপির মত ঘৃণিত কাজগুলো থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছি অথচ এই সামান্য কারচুপি আমাদের চোখেই পড়ছে না।
আমাদের একটু সচেতনতা এইসব বন্ধ হতে পারে, যদি আমরা ব্যবহারের পর প্রতিটি পরিত্যক্ত কৌটা নষ্ট করে ফেলি তাহলে কিছুটা হলেও আমরা রেহাই পাবো। সকলের কাছে অনুরোধ, ব্যবহৃত কৌটা ভেঙ্গে বা কেটে নষ্ট করেই পরিত্যক্ত করুন। সচেতন হোন।