সরকারী রেমিটেন্স দিয়ে টাকা পাঠিয়ে সঠিক সময়ে টাকা পান না সন্দ্বীপের পরিবার-পরিজনরা

দ্বীপের আলো
Published : 13 August 2011, 05:05 AM
Updated : 13 August 2011, 05:05 AM

সরকারী বেসরকারী মিলিয়ে সন্দ্বীপে ব্যাংকের সংখ্যা গুটি কয়েক হাতে গোনার মতো। তারপরেও এখানকার প্রবাসী মানুষ গুলো তাদের একমাত্র আয়ের পয়সা পরিবার পরিজনের কাছে পাঠায় ব্যাংকের মাধ্যমে, সেখানেও যেন ভোগান্তির অন্ত নেই তাদের । যে কটি ব্যাংক রয়েছে সবগুলোতে ঈদ আসলে লেগে যায় ভিড়। সরকারী রেমিটেন্স দিয়ে টাকা পাঠিয়ে সঠিক সময়ে টাকা পাননা পরিবার পরিজনরা। প্রতিবার ঈদ আসলেই ব্যাংকের কর্মকর্তারা যোগসাজসে গ্রাহকদের টাকা গুলোতে দিতে শুরু করে নানা রকম টালবাহানা। টাকা জমা না হওয়া, প্রসেসিং দেরী হওয়া, ইত্যাদি নানা জনিত কারণ দেখিয়ে হয়রানি করা হয় গ্রাহকদের। এ ব্যপারে একজন ব্যাংক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান আসলে আমাদের এখানে এইরকম হয়রানি করা হয়না তবে অনেক ব্যাংক গুলোতে এই রকম হচ্ছে। সর্ব পরি সন্দ্বীপের ব্যাংক গুলোর গ্রাহকদের দাবি ঈদের মৌসুমটাতে যেন এই রকম হয়রানি করা না হয় তাদের।