এখনও ব্লগে ছবি যুক্ত করা যাচ্ছে না

Published : 24 May 2014, 03:22 PM
Updated : 24 May 2014, 03:22 PM

"ভুল Smokin in the Bus.jpg
File is empty. Please upload something more substantial. This error could also be caused by uploads being disabled in your php.ini or by post_max_size being defined as smaller than upload_max_filesize in php.ini."

প্রায় এক বৎসর বন্ধ থাকার পর বিডি ব্লগ যখন আবার যাত্রা শুরু করলো, খুব খুশী হয়েছিলাম। কিন্তু, আমার সেই আনন্দ মিলিয়ে যেতে বেশী সময় লাগেনি। কয়েক দিনের ভেতর লক্ষ্য করলাম ব্লগে আগের মত করে ছবি যুক্ত করতে পারছি না। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো কাজটা কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছি না। কিন্তু আস্তে আস্তে নতুন রুপের বিডি ব্লগে অভ্যস্ত হতে গিয়ে মনে হচ্ছে – সমস্যাটা আমার নয়। ব্লগের কারিগরী কিছু একটা সমস্যা আছে। আমি এ ব্যাপারে ব্লগ পোষকদের দৃষ্টি আকর্ষন করেছি। তারা একটা উপদেশ দিয়েছেন কিন্তু সেটা কোন কাজে আসে নি। আজও অনেকক্ষন চেষ্টা করলাম। যাহা বায়ান্ন- তাহাই তেপ্পান্নর মত অবস্থা।

যে কোন ছবি আপলোড করতে গেলেই আমার পর্দায় ডান দিকে একটা বার্তা আসে, যার কথা গুলো উপরে তুলে দিলাম।
ই মেইলে ব্লগ পোষকদের কে মোট ৮ টা Screen Shot পাঠালাম। দেখি কি সমাধান পাওয়া যায়।

সকল সম্মানিত ব্লগারদেরকে অনুরোধ করছি, যারা আমার মত ছবি আপলোড করতে পারছেন না, দয়া করে এই লেখাটিতে মন্তব্য করুন।