রাতের বেলা ঢাকা শহরের ট্রাফিক আইন পাল্টে যায় কেন?

Published : 5 Oct 2011, 02:34 PM
Updated : 5 Oct 2011, 02:34 PM

আমরা যারা ঢাকা শহরের রাস্তায় চলাচল করি তারা জানি ঢাকা শহরে ট্রাফিক আইন বলতে কিছু নেই। যার যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারেন, চালাতে পারেন। তারপরও, যেখানে ট্রাফিক সার্জেন্টরা ডিউটি রত থাকেন সেখানে কিছুটা শৃঙ্খলা থাকে। কিন্তু রাতের ঢাকা একেবারেই আলাদা। তখন ট্রাফিক আইন বলতে আর কিছুই থাকেন। রাস্তায় রেড লাইট দেখে আপনি থামবেন না, কেউ আপনাকে কিচ্ছু বলবেননা। আপনি চাইলে এক্কেবারে উল্টা দিক থেকে গাড়ি চালাতে পারেন, কোনও অসুবিধা নাই। যেখানে ইচ্চ্হা সেখানে গাড়ি থামাতে পারেন, কেউ কিচ্ছু বলবেন। এমনকি কোথাও কোথাও সয়ং পুলিস আপনাকে ট্রাফিক আইনকে বৃদ্ধঙ্গূলি দেখাতে হেল্প করবে। দিনের সুরূতে এর কিছুটা রেশ থেকে যায়। আজ সকাল সাত টায় মহাখালী থেকে শাহবাগ যাচ্ছিলাম। ফার্মগেট এর পর থেকে দেখলাম অসঙ্খ রিক্সা আর ভ্যান রঙ সাইড দিয়ে চলছে পুলিস এর সামনে দিয়ে আর পুলিস প্রতিটি রিক্সা আর ভ্যান থেকে টাকা নিচ্ছে। হায়রে! সোনার বাংলাদেশ। রাতে যখন ফিরছি তখন কারওয়ান বাজারের সামনে অনেক ট্রাক থেকে জিনিস পত্র নামান হচ্ছে, আর একটু দূরে দাঁড়িয়ে কারা যেন টাকা নিচ্ছে । কী সুন্দর!