মুক্তিযুদ্ধ জাদুঘর: ১১ ডিসেম্বর ব্লগারদেরকে আমন্ত্রণ জানালো

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 8 Dec 2012, 02:45 PM
Updated : 8 Dec 2012, 02:45 PM

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত সপ্তাহ ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগে নিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এই সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানমালায় ১১ই ডিসেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে সর্বস্তরের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাসরি অনুদান গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সন্মানিত ট্রাষ্টিগণ। এই অনুষ্ঠানে ট্রাষ্টিগণ ব্লগারদের সাথে পরিচিত হবার আগ্রহ প্রকাশ করেছেন এবং মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা নিয়ে ব্লগারদের ভাবনা ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন ও মত বিনিময় করবেন। আশা করি এই অনুষ্ঠানে সকল ব্লগারগণ উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোন ধরনের চিন্তা-ভাবনা ও পরিকল্পনার কথা সবার সাথে শেয়ার করবেন। একজন সচেতন নাগরিক ও ব্লগার হিসাবে আমিও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এছাড়া কেউ যদি ব্যক্তিগত নামে বা প্রতিষ্ঠানের নামে যে কোন অংকের টাকার অনুদান দিতে চান তবে সরাসরি অনুদানের টাকা নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলে আসতে পারবেন।

অনুষ্ঠানের সময়সূচী:-
*****************************************************************
➡ অনুষ্ঠানের তারিখ- ১১ই ডিসেম্বর' ২০১২ ইং ( মঙ্গলবার ), বিকাল: ০৪:৩০ মিনিট।
➡ আগ্রহী ব্লগাররা উপস্থিত থাকবেন ৫ নং,সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে – বিকাল: ০৪:১৫ মিঃ।
➡ ট্রাষ্টিগণ ব্লগারদের সাথে পরিচিত হবেন- বিকাল: ০৪:৪৫ মিনিট।
➡ এরপর সর্বস্তরের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাসরি অনুদান গ্রহণ শুরু করবেন ট্রাষ্টিগণ।
➡ বিকাল ৫ টার পর শুরু হবে শিল্পী ফকির আলমগীর ও ঋষিজ শিল্পীগোষ্ঠির অংশগ্রহণে গানের অনুষ্ঠান।
*****************************************************************

গত ১লা ডিসেম্বর'১২ "ব্লগার উদ্যোগ-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম.ব্লগ" নামক প্ল্যাটফরম থেকে ব্লগাররা সম্মিলিত ভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ২টি স্মারক ইট কিনলো। অনুদান গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্টি জনাব মফিদুল হক।

নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ সর্ম্পকে বিস্তারিত জানতে পূর্বে প্রকাশিত আরো কিছু লিংক:-
সবার সহযোগিতায় নির্মিত হবে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর- আপনিও এগিয়ে আসুন।
নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো
একটি ইট কিনুন:: আপনার প্রিয়জন অথবা প্রিয় প্রতিষ্ঠানের নামে::
মুক্তিযুদ্ধ জাদুঘর: আসুন সবাই মিলে একটি ইট কিনি
ব্লগাররা নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য আজ ২টি স্মারক ইট কিনল