রূপকথা আর বাংলাদেশ

গাজী ইমরান আল আমিন
Published : 28 Feb 2015, 03:02 PM
Updated : 28 Feb 2015, 03:02 PM

ছোট বাচ্চাদের গল্প শুনিয়ে ঘুম পারানো হয়। যখন স্টকে আর গল্প থাকে না তখন গল্পকে দীর্ঘায়িত করে।
বিশাল একটা জালে অনেক পাখি আর একটা ফুটো , একটা করে পাখি ফুটো দিয়ে পালিয়ে ফুড়ুত ..
অবুঝ শিশু যতবার বলে তারপর কি হলো : বড় বলে ফুড়ুত .. ফুড়ুত .. যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে।

বাংলাদেশের জনগণের অবস্থাও তাই .. আমরা বলি তারপর কি হলো নেতারা বলে .. আরো ৭২ ঘণ্টা,, তারপর,, আরো ৭২ ঘণ্টা,, অপেক্ষায় আছে কখন আমরা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পরবো।

রূপকথা শুনে ঘুময়ে যাওয়া শিশু থেকে আমাদের সামান্য পার্থক্য হচ্ছে মানুষ যত বড় হয় তার ঘুম তত কমতে থাকে। আমরা সহজে ঘুমিয়ে যাবার পাত্র নই। আমরা বড়দের প্রশ্ন করেই যাব তারপর .. তারপর ..তারপর যতক্ষণ না সুন্দর সমাপ্তি পাবো। যেখানে , রাজা , রাজ্য আর রাজ্যের সমস্ত প্রজারা সুখে শান্তিতে দিন যাপন করে।