১১ জন খেলোয়াড় আর ১৬ কোটির স্টেডিয়াম

গাজী ইমরান আল আমিন
Published : 18 March 2015, 08:22 PM
Updated : 18 March 2015, 08:22 PM

টান টান ঊত্তেজনা বিশকাপ নিয়ে। বাড়ি , অফিস , চায়ের দোকান , টিভি টক শো সব জায়গায় । ১১ জন খেলোয়ার নামবে মাঠে কিন্তু তাদের ঘিরে ১৬ কোটির লাল সবুজের স্টেডিয়াম। বাঙালির অনুভূতি আকাশে-বাতাসে । মনে মনে আমরা কাপ জয়ের চিন্তা করলেও মুখে অত জোর দিয়ে বলি না । আমাদের মনের আশাকে লাল-সবুজে আরো উজ্জ্বল করে তুলে কোয়াটার ফাইনালে বাংলাদেশ ক্রিকেট টিম ।
এখন প্রতিপক্ষ ভারতবর্ষ যারা কেনিয়ার কাছে হারলে দুঃখ পাবে না কিন্তু বাংলাদেশের কাছে হারলে ব্রাক্ষ্মণ থেকে হরিজন হয়ে যাবে । আমাদের বর্তমান অবস্থান অনেক শক্ত , দৃঢ় আর ইতিবাচক। আর ভারতের অবস্থ অনেকটা মাইকেল মধুসূদন দত্তের কথনে গাথা –

"রাবন শ্বশুর আমার , মেঘনাদ স্বামী
আমি কি ডরাই সখী, ভিখারি রাঘবে?

ভয় দাদারে পেয়েছেন কিন্তু মুখেতা প্রকাশ করবেন না । তবে তাদের জানা উচিত বনের বাঘে খায় না মনের বাঘে খায় । তাই সাবধান !!!! আর বাংলাদেশ টিমতো বাঘ বনে ও মনে …
তাই বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সকল দেশের চিন্তা।

সবাই অবাক, সবাই ভাবে, ব্যাপারখানা কি?
ভয়কাতুরে মাহবুব আজ এমন সাহসী!

যাই হোক, হারি-জিতি যাই হোক যুদ্ধ হোক বীরের মত!