সম্রাট আকবরের খাজনা আইন আর ২০১৫ এর ১৫০ টাকার ইলিশপান্তা প্ল্যাটার

গাজী ইমরান আল আমিন
Published : 13 April 2015, 06:30 AM
Updated : 13 April 2015, 06:30 AM

সেই ১৫৫৬ সালে সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিদার্থে আইন করে পহেলা বৈশাখের আয়োজন করে। সেই থেকে প্রজাকুল খাজনার ভয়ে জান দিয়ে কামলা খেটে খাজনা পরিশোধ করে বৈশাখের প্রথম দিনে পরিবারসহ নতুন জামা কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি বেড়াতো আর ভাল ভাল খাবার রান্নাবাড়া করতো। ওই উতসবে অনেকেরই দীর্ঘনিশ্বাস চাপা থাকতো।
যাইহোক, কালের বিবর্তনে ওই প্রথা ঘসতে ঘসতে পান্তা ইলিশে ঠেকেছে।
১৫০ টাকার পান্তা ইলিশের প্ল্যাটারে ২০১৫ তে ল্যান্ড করেছে। এখন পরিবার সুদ্ধা ১৫০ টাকার ইলিশ পান্তা প্ল্যাটারে ডুব দিয়েই রবিন্দ্রনাথের এসো হে বৈশাখের রিমিক্স করে রাতে নাক ডাকিয়ে ঘুমাতে যাবার আগে ফেইসবুকে বিচিত্র সেল্ফি ছবি এবং স্ট্যাটাস : ম্যান,, কুল বৈশাখ ;
হায়রে সম্রাট আকবর, তোমার আইন আজ ১৫০ টাকার পান্তা ইলিশ প্ল্যাটার,