বাংলাদেশ থেমে থাকবে না!

পাহলোয়ান এরশাদ
Published : 4 Feb 2015, 07:16 PM
Updated : 4 Feb 2015, 07:16 PM


বাংলাদেশের চলমান পরিস্থিতি একটি স্বাভাবিক ঘটনা! কি আঁতকে উঠলেন? কথাটি নিষ্ঠুরের মত মনে হলেও বাস্তব সত্য। যারা ইতিহাস পর্যালোচনা করেন তাদের মতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের মত কৃষিজীবী সমাজে মানুষের উৎপাদন আয়োজন যখন বৃদ্ধি পায় তখন কতগুলো বস্তুগত এবং অবস্তুগত বাধা সামনে এসে দাঁড়ায়। এগুলো মুলত প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক। আমাদের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের করনে বর্তমানে যে রাজনৈতিক বাধা তৈরি হয়েছে তা স্বভাবিক বলাযেতে পারে যদিও বাধার ধরন নির্মম!। কিন্তু মানুষের ইতিহাস এমন যে কোন বাঁধার মুখেই থেমে থাকেনি বরং বাঁধাকে অতিক্রম করে এগিয়ে চলেছে।

বিভিন্ন ধরনের ও বিভিন্ন চরিত্ররের বাধাকে অতিক্রম করার জন্য মানুষ নতুন নতুন প্রথার প্রচলন করে। মানুষের চরিত্র এমনি যে, তার সামনে বাঁধার পাহাড় যত বড় হয় তা অতিক্রম করার জন্য প্রবণতাও ততবেশি জেগে ওঠে । প্রাচীন সভ্যতা হাজার হাজার বছর ধরে টিকেছিল এবং অনেকগুলো এখনোও টিকে আছে । এদের সৃষ্টির পেছনে রয়েছে অসংখ্য প্রতিকূলতা এবং তা মোকাবেলা করে টিকে থাকার প্রনান্ত প্রচেষ্টায় । আমরা বাংলাদেশিরা বার বার প্রতিকুল পরিবেশকে মোকাবেলা করে জয়ী হওয়ার উদাহারন দেখিয়েছি। মানুষ প্রতিকূল পরিবেশ কে অতিক্রম করতে গিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটিয়েছে। পৌরানিক এবং ধর্মীয় কাহিনী গুলোতে শুভ ও অশুভ শক্তির মধ্যাকার দন্দ্ব প্রতিয়মান হয় যাতে সবসময় শুভ শক্তির বিজয় হয়েছে। সুতরাং বাংলাদেশে শুভ শক্তির বিজয় আসন্ন, বাংলাদেশ থেমে থাকবে না বরং এগিয়ে যাবে।