চারশত কোটি বছর পর চাঁদ মঙ্গল ও শুক্ররের দেখা হচ্ছে আজ রাতে !!!

পাহলোয়ান এরশাদ
Published : 20 Feb 2015, 05:09 PM
Updated : 20 Feb 2015, 05:09 PM


আজ রাতের আকাশে চাঁদ মঙ্গল ও শুক্র গ্রহ একটি ত্রিভুজ তৈরি করবে যা এর আগে হয়নি। এই ত্রিভুজ টি তে এই তিন গ্রহের মধ্যে কৌণিক ব্যাবধান হবে মাত্র ২ ডিগ্রি। খুব কম ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ দিয়েও এটা দেখা যাবে। মঙ্গল আজ শুক্রের দিকে দ্রুত বেগে ধাবিত হবে এবং এর মাঝখানে চাঁদকে দেখা যাবে। আগামী কাল ২১ শে ফেব্রুযারীতে চাঁদ মঙ্গল ও শুক্রের সামনে দিয়ে অগ্রসর হবে যা ওই দুই গ্রহ থেকে আগত আলোক বাঁধা দেবে যার ফলে এটা অনেক টা মঙ্গল ও শুক্রের গ্রহন হিসেবে বিবেচনা করা যেতে পারে । ছবি তুলতে চাইলে ক্যামেরার ল্যন্স কে সর্বাধিক জুম করুন এবং এই তিন বস্তুকে আলাদা করে ফ্রেমে আনুন তারপর ছবি তুলুন। অটমেটিক ক্যামেরা হলে ছবি ওভারএক্সপোসড হতে পারে এখানে ক্যামারা লেন্সের এক্সপোজার কমিয়ে আনলে ভালো ছবি পাওয়া যাবে। এই ঘটনা আগামী চারশতকোটি হয়ার কোন সম্ভবনা নেই। পারলে দেখে নিন যত দ্রুত সম্ভব।