এসএসসি পরীক্ষা ও হরতাল অবরোধ প্রসঙ্গে

মোঃ শাকিল তালুকদার
Published : 31 Jan 2015, 03:19 PM
Updated : 31 Jan 2015, 03:19 PM

আগামীকাল থেকে শুরু হওয়ার কথা দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। কিন্তু তা হবে কিনা আপনাদের জানার কথা ২০ দলীয় জোটের টানা অববোদ এবং হরতালের কারনে। ২০ দলীয় জোটের কাছে দেশের সাধারন মানুষের প্রশ্ন অবরোধ তো আছেই সেখানে কেন আবার এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল দেয়া হল?গতকাল দেশের কয়েকটি অনলাইন ভিত্তিক নিউজ দেখে বুঝলাম যে  এসএসটি পরীক্ষা সম্পকে বিএনপির এক সিনিয়র নেতা খন্দকার নজরুল ইসলাম খান প্রশ্ন করা হলে তিনি বলেন এটা অটোমেটিক পাশ পরীক্ষা এখানে হরতাল দিলে কিছুই হবেনা। কিন্তু দেশের সাধারন মানুষের প্রশ্ন হল বিএনপি কি তাহলে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা মানে না?তাহলে বিএনপি কি চায়? কাদের স্বাথ হাছিল করে ক্ষমতায় যেতে চায় তা আজ সাধারন মানুষ জানতে চায় বিএনপি কাছে। বিএনপি একটু বুজা উচিত এখানে শধু আওয়ামী পরিবারের ছেলে মেয়েরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেনা এখানে বিএনপি ছেলে মেয়েরা অংশ গ্রহন করে থাকে। আবার আজ এক বিবৃতিতে দলছুট নেতা অলি আহম্মেদ বলেন এসএসটি পরীক্ষা ৩মাস পরে হলেও কিছু হবেনা। অলী আহম্মেদের কাছে দেশের সাধারন মানুষের প্রশ্ন তাহলে কিভাবে বছরের সেশন মিলাবেন আপনী?এসব কথা পাগলের প্রলাভ ছাড়া আর কিছুই না।

পরিশেষে বিএসপি'কে বলতে চাই জ্বালাও-পোড়াও করে সরকারকে ক্ষমতা থেকে নামানো যায় না। সরকারকে নামাতে হলে কঠোর আন্দোলন লাগে। ঘরে এসির মধ্যে থেকে সরকারকে নামানো যায় না।আর ঘরে বসে হরতাল ডেকে কোমলমতি শিক্ষথীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। তাতে ফল ভালো আসবে না। তাই অতিদ্রুত হরতাল প্রত্যাহার করা হোক।