আতংকের রাজ্যে বসবাস আমাদের

ফায়েজ ভূইয়া
Published : 27 August 2011, 04:53 AM
Updated : 27 August 2011, 04:53 AM

যে লোকটি সারাজীবন অন্যকে আইনী সহায়তা দিয়ে এসেছেন, আইন চর্চায় অতিবাহিত করেছেন তিনি শেষ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতনে মারা গেলেন। তিনি আর কেউ নন সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ডেপুটি এটর্নি জেনারেল মমতাজ উদ্দিন আহমদ (এম ইউ আহমদ)। তিনি বিএনপি সমর্থক আইনজীবী ছিলেন। হাইকোটের এজলাস হট্রগোল মামলার আসামী ছিলেন তিনি। ১৫ দিন আগে রাতে যখনই তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয় সাথে সাথেই শারিরীক নির্যাতন করে গুরুত্বর অসুস্থ্য করা হয়। আর সেজন্যই সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তারপর যা যা হয়েছে তা সবারই জানা।

এই আইনজীবীর মৃত্যু রাজনৈতিক কারণে নাকি অতি উৎসাহী পুলিশের বাড়াবাড়ির কারনে হয়েছে সেই বিতর্কে আমি যেতে চাই না। এই মৃত্যু দেশে আরেকটি আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এটাই বাস্তবতা।

এমনিতেই দেশে রাস্তাঘাটের দুরবস্থার কারনে চলাচলে মৃত্যু আতংক

শেয়ার বাজার ধংসের পরও অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের আতংক

দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তের বাজার আতংক

সীমান্তে ফেলানীদের লাশ ঝুলিয়ে রাখার দৃশ্যের পর প্রতিবেশী দেশের নিষ্ঠুর আচরনের আতংক

আমিন বাজারে পুলিশের সামনে ৬ ছাত্রদের পিটিয়ে হত্যার আতংক

লক্ষীপুরে যুবককে পুলিশ কর্তৃক গণপিটুনি দেয়ার জন্য জনতার হাতে তুলে দিয়ে হত্যার আতংক

নাটোরে একজন উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলার আতংক

ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধি এবং আরও কিছু লোক গুম হয়ে যাওয়ার আতংক

র‌্যাবের 'ক্রস ফায়ার আতংক'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়ার পর রাজনৈতিক অস্থিরতা তৈরী হওয়ার আতংক

পরিমল জয়ধরদের ভিকারুন্নেসার ছাত্রী ধর্ষনের পর শিক্ষাঙ্গনে ইজ্জত আব্রু নিয়ে আতংক

বাজারে গিয়ে ভেজাল ও ক্ষতিকর জিনিস খাওয়ার আতংক

কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আক্রান্ত হওয়ার পর শিক্ষকদের মান সম্মান ও নিরাপত্তা নিয়ে আতংক

গ্রাম্য সালিশের শিকার হয়ে আত্মহত্যা বেড়ে যাওয়ার আতংক

ইভ টিজিংয়ের আতংক

ঈদের পর সরকার পতনের আন্দোলনে বিরোধী দলের হুংকারে দেশে সংঘাতের রাজনীতির আতংক

নারায়নগঞ্জে কবরীর মতো এমপির উপর হামলার জন্য শামীম ওসমানদের নতুন উত্থানে আতংক

পাহাড়ে আবারো ঘনঘন লাশ পড়ায় আতংক

যুদ্ধাপরাধীদের বিচারের কারনে দেশকে অস্থিতিশীল করার আশংকায় আতংক

বিদেশী কোম্পানির হাতে দেশের স্বার্থ না দেখে তেল গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ায় আতংক

সর্বোপরি আমদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ক্ষেত্র তৈরী করা হচ্ছে বলে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের আশংকা ব্যক্ত করায় আতংকে দেশবাসী আতংকিত।

বিগত সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা ১০ ট্রাক অস্ত্র ধরা পড়া, ২১ আগষ্টের গ্রেনেড হত্যার আতংক, তখনকার এমপি আহসান উল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়াকে হত্যা, সুরঞ্জিত সেন গুপ্তের ওপর হামলা, বৃটিশ হাইকমিশনারের ওপর হামলা, সারাদেশে বোমা হামলার ঘটনাসহ অনেক ঘটনায় আতংকিত ছিলাম। যেসব ঘটনার বেশীর ভাগের সাথে জঙ্গিদের সম্পৃক্ততা ছিল বলে আমারা দেখতে পাচ্ছি।

রক্ষক যখন ভক্ষক, প্রধানমন্ত্রীই যেখানে স্বয়ং নিরাপত্তাহীনতায়- আতংকে সরকারি দল তখন আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই যদি হয় দেশের অবস্থা তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের আতঙ্কমুক্ত করবে, জানমালের নিরাপত্তা বিধান করবে? এ কোন আতংকের রাজ্যে বসবাস করছি আমরা?