ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ সম্পর্কে কিছু কথা

ফারাবী
Published : 10 June 2011, 06:02 AM
Updated : 10 June 2011, 06:02 AM

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ১ টি ATM বুথ আছে। ডাচ বাংলা ব্যাংকে আমার ১ টা অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্ট নাম্বার- 132.101.18551। মাসের ৩০ দিনের মধ্যে ২০ দিনই ATM বুথ টি থেকে কোন টাকা উঠানো যায় না। প্রায় সময়েই ১০০ টাকার নোট থাকে না। ধরেন আপনি ৯০০ টাকা উঠাতে চান। কিন্তু শুধু ৫০০ টাকা উঠাতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক বছরে ৪৬০ টাকা করে সার্ভিস চার্জ রাখে। আবার সবসময় ৫০০ টাকা অ্যাকাউন্টে রাখতে হয়। এই ৫০০ টাকা কখনো উঠানো যাবে না। অর্থ্যাৎ বছরে ৪৬০ টাকা করে দিয়েও আমরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালেয়ের ছাত্র- ছাত্রীরা প্রত্যাশিত সেবা পাচ্ছি না। আর চট্রগ্রাম বিশ্ববিদ্যালেয়ের ক্যাম্পাসের ভিতরে ১ টি ATM বুথ যেন স্থাপন করা হয় এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে
ফারাবী, পদার্থ বিদ্যা বিভাগ
Farabi1924@gmail.com