ইসলামের দৃস্টিতে যিশু

ফারাবী
Published : 5 May 2011, 09:11 AM
Updated : 5 May 2011, 09:11 AM

খ্রিস্টধর্মের বিশ্বাস ও যীশু খ্রিষ্ট সম্পর্কে অনেক আয়াত আল কোরানে আছে। মুসলমানরা যিশু খ্রিষ্টকে তাদের এক জন রাসুল হিসাবেই মানে। আল কোরানে আল্লাহ সুবহানাতায়ালা ঈসা ও মসীহ দুইটি নামই উল্লেখ করেছেন। ঈসা (আঃ) এর পিতা ছাড়া জন্মের ব্যাপারে কোরানে বলা হয়েছেঃ '' খোদার নিকত ঈসার দৃষ্টান্ত হলো আদমের ন্যায়; এই রুপে যে, আল্লাহ তাঁকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং নির্দেশ দিয়েছেন হও, আর অমনি সে হয়ে গেল।(সুরা আল ইমরান-আয়াতঃ৫৯)''।
'' মরিয়ম পুত্র মসীহ কিছুই ছিল না একজন রাসুল ব্যতীত। তাঁর পূর্বে আরো অনেক রাসুলই
অতীত হয়েছে। তাঁর মা একজন পবিত্র ও সত্যপন্থী মহিলা ছিল তাঁরা উভয়েই খাদ্য গ্রহন করতো ( সুরা মায়েদা, আয়াতঃ৭৫)''।

'' তোমরা তিন খোদা বলো না, ফিরে এসো, তবে তোমাদের কল্যান হবে। নিশ্চয় আল্লাহই একমাত্র মাবুদ। তাঁর কোন সন্তান হওয়া থেকে তিনি পবিত্র। (সুরা নিসা, আয়াতঃ১৭১)
মুসলমানরা আরো বিশ্বাস করে হযরত ঈসা (আঃ) কিয়ামতের পুর্বে আবার আসবেন এবং উনি দাজ্জাল কে হত্যা করবেন।