স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি!

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 21 March 2016, 04:56 PM
Updated : 21 March 2016, 04:56 PM

ভাওয়াল পরগণা তথা গাজীপুরের চিলাই নদী। একসময় এই নদীতে চলত বাহারি নৌযান। স্বচ্ছ জলের আধার নদীটি ছিল মিঠা পানির মাছের অভয়াশ্রম। কালের বিবর্তনে নদীটি মজে গিয়ে স্রেফ সরু একটি খালে রূপান্তরিত হয়েছে। এখন এই খালকে কেন্দ্র করেই ব্যাপকভাবে বোরো ধানের আবাদ করছেন কৃষকেরা। পাশাপাশি চিলাই নদীটি রক্ষা ও নাব্যতা ফিরিয়ে আনতে 'নদী বাঁচাও আন্দোলন'ও করছেন চাষি ও স্থানীয়রা। ছবিটি পূবাইলের ভাদুন এলাকা থেকে তোলা!

২০ মার্চ ২০১৬!