শরৎ বন্দনা!

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 19 August 2016, 07:31 PM
Updated : 19 August 2016, 07:31 PM

বদলে গেছে মেঘবালিকার রঙ। গম্ভীর কালো গুমড়ামুখো মেঘেরা আজ পেঁজা পেঁজা শুভ্র শিমুল তুলো। বড় চঞ্চল তার চলন। ভাসতে ভাসতে আকাশের এক কোণে এসে জমছে আবার নিমিষে নানা আকার আকৃতিতে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নীল আকাশের পটভূমিতে আজ সে বহুরূপী বিচিত্রিতা। ভাদ্রের শুরুতে শরতের আগমনী বেলায় আমরা সেই বিচিত্রার রূপসুধা পিয়াসী।

প্রকৃতির শ্যামল রথে বসে তাইতো কবিগুরু গেয়ে চলেছেন, 'আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ার লুকোচুরি খেলা/ নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা…'

প্রকৃতিপ্রেমী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেকালে পদ্মায় নৌবিহারকালে শরতের ময়ূরকণ্ঠী নীল নির্মল আকাশে শিমুল তুলার মতো শুভ্রমেঘেদের দল বেঁধে ছুটে বেড়ানো দেখে লিখেছিলেন—
'অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া,
দেখি নাই কভু দেখি নাই এমন তরনী বাওয়া।


ছবিঃ নিশিন্দাহাটি গ্রাম, কালিয়াকৈর, গাজীপুর

…….
শরৎ বন্দনায় রবিকবি আরও লিখেছেন:
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাড়িয়ে মোহন অঙ্গুলি।
শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে— বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি।'

আমার সুহাসিনী, প্রাণদায়িনী ও জীবনলতা পূর্ণাঙ্গিনীর অন্যতম প্রিয় ঋতু শরৎ। মেঘ বৃষ্টি গরম পেরিয়ে শেষ বর্ষায় রূপসী আকাশনীলা শরৎ খানিকটা ভিন্নতর প্রশান্তি নিয়ে আসে বটে। হেমন্তে যা পূর্ণতা পায়। পূর্ণাঙ্গিনীর দেখাদেখি রূপে রঙে শরৎ আমারও অসম্ভব প্রিয়। কে না জানে, প্রিয়তমাসুর সাথে সধর্মিতায় প্রেম পূর্ণতা পায়!
সেই পূর্ণ প্রেম ও পুজায় জয়তু শরতস্য…!
…….
ফারদিন ফেরদৌস
০১ ভাদ্র ১৪২৩।।
facebook.com/fardeen.ferdous
twitter.com/fardeenferdous