তোমায় ভালোবাসি: কোন সে বাংলা?

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 31 August 2016, 12:07 PM
Updated : 31 August 2016, 12:07 PM

দেশে ক্রম উৎপাদনশীল ইস্যু সামাল দিতে দিতে মমতা ব্যানার্জীর রঙ-তামাশাটা কি তবে পুরোদস্তুর আমাদের দৃষ্টি এড়িয়েই গেল? এই যে, কওয়া নাই, বুলি নাই হঠাৎ জল ছেড়ে দেয়া দিদি শেষমেশ আমাদের কাছ থেকে 'বাংলা'টা কেড়ে নেয়ার সকল বন্দোবস্ত সম্পন্ন করে ফেললেন। কিন্তু আমরা কেউ কোনো প্রতিবাদ করলাম না!

আচ্ছা, 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি', বলতে কোন বাংলাকে ভালোবাসার কথা বলা হবে? কিংবা 'জয় বাংলা' বলে কোন বাংলার জয়গান করব আমরা?

দিদি'র কাছে অন্য অপশন ছিল না, তা না! বঙ্গ, বঙ্গজ, বঙ্গাল, রঙ্গবঙ্গ, রসবঙ্গ, আমার বঙ্গ, তোমার বঙ্গ, অবঙ্গ বা লবঙ্গ নামসমূহ তিনি বিবেচনা করতে পারতেন! করলেন না। কোনো চিন্তা চেতনার ধার না ধেরে ঘুরেফিরে আমার বাংলাদেশের দেশটা ফেলে দিয়ে শুধু 'বাংলা'র উপরই কিনা তার শ্যেন দৃষ্টি পড়ল!
…………….
মিস্টার প্রেসিডেন্ট প্রণব মুখার্জী, দাদু এবার আপনি কিছু একটা করুন। আমরা নাহয় জবান বন্ধ করেই রাখলাম! আমাদের চৈতন্যরা নাহয় বিকল-অসার হয়েই থাকল!!

ফারদিন ফেরদৌস
৩১ আগস্ট ২০১৬
facebook.com/fardeen.ferdous
twitter.com/fardeenferdous