সার্ক ও বাংলাদেশ

মোঃ ওমর ফারুক
Published : 26 Nov 2014, 08:57 PM
Updated : 26 Nov 2014, 08:57 PM

সময়ের অভাব, আসলে আজকের মানুষের সময়ের বড়ই অভাব। তার ব্যতিক্রম আমিও নই। সময়ের অভাবের কারণে আমিও ঠিকমতো সময় দিতে পারতেছি না আমার বøগে। তবে আশা রাখি ভবিষ্যতে আমার হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে ঠিক মত সময় দিতে পারবো। যাই হোক আজকে আমার মন্তব্যের বিষয় হলো সার্ক। সার্ক একটি নাম মাত্র সংগঠন। সার্ক গঠিত হয়েছিল দক্ষিন এশিয়ার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উন্নতির লক্ষ্যে। যাতে করে ইউরোপীয় দেশগুলোর মতো দক্ষিন এশিয়ার প্রতিটি দেশই অর্থ-সম্পদে শক্তিশালী হতে পারে, জীবন যাত্রার মান উন্নত করতে পারে। কিন্তু আজ পর্যন্ত সেই লক্ষ্য সফল হয় নাই। এর প্রধান কারণ হলো বড় বড় দেশগুলোর কর্তৃত্বের লড়াই এবং ছোট ছোট দেশগুলোর প্রতি হেয় মনোভাব এবং সর্বেপরি সীমান্ত কলহ। যে দেশগুলোর মধ্যে সীমান্ত কলহ থাকবে সে দেশগুলোর মধ্যে যে কোন ধরনের অবাধ যোগযোগ ব্যবস্থা চালু হতে অনেক দেরী। আর বাংলাদেশ, আমরা তো প্রায় সব ক্ষেত্রেই অনেক পিছিয়ে আছি। যার ফলে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতও আমাদেরকে সন্মান তো দুরের কথা গুরুত্বও তেমন একটা দেয় না। যার চাক্ষুষ প্রমাণ পানি চুক্তি এবং ছিটমহল বিনিময়। বাংলাদেশ সরকার যতই চেষ্টা করছে এইসব সমস্যার সমাধান করতে ভারত সরকার ততই এই সব সমস্যা অবহেলার চোখে দেখতেছে। তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশের অবস্থান কোথায়। তারপরও সার্কের মতো প্রতিষ্ঠান যদি তার নীতিমালায় সচল এবং সক্রিয় হয় তাহলে বাংলাদেশও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে সার্কের ধারাবাহিকতা বজায় রাখতে।