ট্রাফিক পুলিশ বনাম যোগাযোগব্যবস্থা

গৌতম বুদ্ধ পাল
Published : 13 August 2015, 04:54 PM
Updated : 13 August 2015, 04:54 PM

ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক পুলিশ এই দুয়ের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু আমরা কি কখনও ভেবে দেখেছি আসলে তাদের কাজ কী বা তারা কী কাজ করে? সম্ভবত সবাই না, কেন বললাম কারণ ভাবার মতো আমার বা আমাদের সময় নেই। তবে এখন সময় এসে গেছে, আমাদের ভাবনা পাল্টাতে হবে। জানেন শুধুমাত্র তাদের কারণেই আমাদের অনেক সময়, গুরুত্বপূর্ণ কাজ ইত্যাদি মূল্যবান বিষয়আসয় নষ্ট হচ্ছে, পাশাপাশি হারাতেও হচ্ছে। কিন্তু কেন আমরা কি তাদের হাতের মোয়া। না কারণ একটাই তাদের অদক্ষতা, শুধুই কি অদক্ষতা না অবহেলা? এই সমস্ত লোকেদের কারণেই ফিটনেন বিহীন গাড়ি, বেপোয়ারা হয়ে ড্রাইভিং সহ ইত্যাদি অনিয়ম হচ্ছে। যদি ভালো করে প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হতো তবে এই ধরনের পরিস্থিতি কখনই সৃষ্টি হতো না।

এর জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্বরাষ্ট মন্ত্রণালয় ও এর সাথে সম্পৃক্ত সকল মন্ত্রণালয় যৌথ উদ্দোগে কাজ করলে এই ভয়াবহ পরিস্থিতি নির্মূল অনেকাংশই সম্ভব।

বি: দ্র: সড়ক মেরামতের কাজ রাতের বেলা এবং দক্ষ ট্রাফিকপুলিশ নিয়োগ দেয়া।