বিদেশে আশ্রিত বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর করা হোক

গৌতম বুদ্ধ পাল
Published : 20 August 2016, 02:05 AM
Updated : 20 August 2016, 02:05 AM

জাতীয় শোক দিবসের প্রাক্কালে আইন মন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর যে সকল খুনী বিদেশে আশ্রয় নিয়েছে তাঁদেরকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। ভাবতে অবাক মনে হয় যারা ৪১ বছর পূর্বে জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা এখনও বিদেশের মাটিতে বাহাল তবিয়তে অবস্থান করছে।

বাংলাদেশে আইনের শাসন আছে বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। সুতরাং যারা পলাতক আছে তাদেরকে আইনের আওতায় এনে রায় কার্য্যকর করা অবশ্যই উচিত। একটি নির্বাচিত সরকারকে যারা উৎখাত করে, আবার হত্যাকারীদের বিচারের আইন করে বন্ধ করে দেয় তারাই প্রকৃত পক্ষে আরেকটি হত্যাকাণ্ডের পথ প্রসস্থ করে।

যদি পঁচাত্তরের হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার যথা সময়ে করা হত তা হলে মেজর জিয়াউর রহমানকে হত্যা করা হতো না। ইতিহাসের একই ধরনের ঘটনা ঘটার একটি কার্যকারন সম্পর্ক থাকে। সুতরাং প্রতিটি অপরাধকে আইনের শাসনের প্রক্রিয়ায় মোকাবিলা করা উচিত। সহজ কথা জাতি এখন বিদেশে আশ্রিত খুনীদের বাংলাদেশে এনে বিচারের রায় কার্যকর করা হচ্ছে তা দেখতে চায়।