শোকের আগস্ট মাস: আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করব

গৌতম বুদ্ধ পাল
Published : 27 August 2016, 09:18 PM
Updated : 27 August 2016, 09:18 PM

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে দুমর্তী সেনানায়কদের হামলায় নিহত হন। বিপদগামী সেনাবাহিনী অতর্কিতে বঙ্গবন্ধুর উপর হামলা চালিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ,এমন কি তার আত্মীয় স্বজন কে শিশুসন্তানকেও হত্যা করে। ৭৫ সালের ১৫ই আগষ্টের যে ঘটনা তা মর্মান্তিক ভয়াবহ। এ শোকাবহ ঘটনা বাঙ্গালী জাতি ইতিহাসকে কলংকিত করেছে। জাতীর জনকের মৃত্যু ছিল অভাবণীয়। যিনি বাঙ্গালী জাতির একটি স্বাধীন আবাস স্থল এনে দিয়েছেন, যিনি সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখিয়েছেন সেই মহান ব্যক্তিকে বর্বর অশব্যরা হত্যা করে এদেশের আপামর জনসাধারণের ভালবাসাকে হত্যা করেছে।

বঙ্গবন্ধু ছিলেন আমাদের আশা আখাংকার প্রতীক। যার নেতৃত্বে বাঙ্গালী স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছে। যিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। এমন মহান ব্যক্তিকে যারা হত্যা করতে পারে তারা মানুষ নয় তারা হচ্ছে মূর্খ্য পশুর দল। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে স্বার্থক করার জন্য বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্তে আত্বপ্রত্যয় ব্যক্ত করেছি। বর্তমান সরকার বিগত কয়েক বৎসর যাবৎ দেশের উন্নয়নে জঙ্গিবাদ দমনে শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সকল ক্ষেত্রেই সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে রয়েছে। আমরা এই সুখের মাসে প্রতিজ্ঞা করবো বঙ্গবন্ধুর রক্ত যে মাটিতে ঝড়েছে সেই মাটির দেশকে আমরা প্রকৃত অর্থেই সোনার বাংলায় পরিণত করবো । আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীত্ত্বে গভীর আত্বপ্রত্যয়ে যার যার অবস্থান থেকে কাজ করে যাব।