হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তনের কোন প্রয়োজন নেই

গৌতম বুদ্ধ পাল
Published : 27 August 2016, 08:57 PM
Updated : 27 August 2016, 08:57 PM

বাংলাদেশে বসবাসরত হিন্দুদের পাসোর্নেল আইন যা দায়ভাগ নামে পরিচিত তাহা অত্যান্ত স্পষ্ট এবং হিন্দু সমাজে উত্তরাধিকারী আইনে অত্যান্ত নির্ভরযোগ্যভাবে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। ১৯৩৭ সনে হিন্দু নারীদের এ্যাক্ট তাতে বিধবা মহিলাদের আইনটি সুস্পষ্ট করা হয়। কোন হিন্দু ব্যক্তি যদি তার সম্পত্তি রেখে যায় তবে তার উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টন হবে তা পরিষ্কার ভাবে আইনে নির্ধারণ করা হয়েছে। মৃত ব্যক্তির যদি বিধবা স্ত্রী থাকে কিন্তু ছেলে মেয়ে থাকে না তবে ঐ স্ত্রী সম্পূর্ণ সম্পত্তিতে জীবন স্বত্ত্বে মালিক হবে এবং বৈধ প্রয়োজনে বিক্রি করতে পারবে। যদি মৃত ব্যক্তি ছেলে স্ত্রী মেয়ে থাকে তবে ছেলে ও স্ত্রী সমান ভাবে পাবে। তবে মেয়ের বিয়ের, লেখাপড়া ও ভরণ পোষণের খরচ ঐ সম্পত্তি হতে পাবে ।