লিডিং ইউনিভার্সিটির সিএসই ৩৯ ব্যাচের বনভোজন

গৌতম বুদ্ধ পাল
Published : 5 Oct 2016, 03:32 AM
Updated : 5 Oct 2016, 03:32 AM

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং। পাহাড় টিলা আর চা বাগান সংলগ্ন সীমান্তঘেষা জাফলং প্রকৃতিকন্যা নামেও পরিচিত। সিলেট নগরী থেকে ৫৯ কিলোমিটার দূরে জাফলংয়ের অবস্থান। গোয়াইনঘাট উপজেলার অধীন জাফলংয়ের সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে আসেন নানা বয়সের দেশি-বিদেশি পর্যটক।

ঈদ ও অন্যান্য ছুটির সময়ে জাফলংয়ে পর্যটকদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়। এখানে পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে স্বচ্ছ জলরাশির পিয়াইন নদী। জাফলং পর্যটকদের জন্য মিলন মেলার অন্যতম স্থান ।

ভারতের মেঘালয় পাহাড় ঘেসা প্রকৃতির অপরুপ লীলা ভূমি প্রকৃতি কন্যা জাফলং এ প্রথম বারের মতো ৫ অক্টোবর বুধবার বনভোজন আয়োজন করতে যাচ্ছে সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ৩৯ ব্যাচের শিক্ষার্থীরা ।