মালয়েশিয়ায় Sdn Bhd কোম্পানির ভিসায় Tax এর ফাঁদ (সিরিজ – ২)

সৈয়দ আফতাব আহমেদ ব্যারিস্টার এট ল
Published : 8 Feb 2015, 09:31 AM
Updated : 8 Feb 2015, 09:31 AM

সৈয়দ আফতাব আহমেদঃ সম্প্রতি খুবই উদ্বেগ এর সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, Sdn Bhd কোম্পানির Employment Pass দিয়ে Semi Skilled ব্যক্তিদের অল্প খরচে মালয়শিয়ায় নিয়ে বছর শেষে বিরাট অঙ্কের Tax এর ফাঁদে ফেলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ বিষয়ে বিস্তারিত তদন্তে  জানা যায় মালয়েশয়ায় দুটি ভিন্ন ভিন্ন কোম্পানি আইন প্রচলিত। কোম্পানি এ্যাক্ট ১৯৯০ (http://lfsa.gov.my/legislation-main/566/details.html) ও কোম্পানি এ্যাক্ট ১৯৬৫ (https://www.ssm.com.my/acts/fscommand/CompaniesAct.htm)। ঠিক একই রকমভাবে দেশটিতে দুটি ভিন্ন ভিন্ন আয়কর আইন প্রযোজ্য যার একটি ১৯৬৭ সালে ও অপরটি ১৯৯০ সালে পাস হয় (http://www.hasil.gov.my/goindex.php?kump=5&skum=5&posi=3&unit=1&sequ=2 এবং http://lfsa.gov.my/legislation-main/1317/details.html)। এখন প্রশ্ন হল একই দেশে কোম্পানি গঠনের জন্য এবং আয়কর প্রদানের জন্য দুটো ভিন্ন আইনের প্রয়োজন হল কেন? আর এর উত্তর না জনা থাকার কারনেই আমাদের দেশের সাধারন মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় সেখানে গিয়ে বড় হোঁচট খাচ্ছে। যদি আগেই সঠিক কোম্পানির বিপরীতে ভিসা নিয়ে ঐ দেশে যেত তাহলে এত বড় অঙ্কের ট্যাক্সের ধোঁকায় পড়তে হত না।

এসকল প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম Immigration Law Practitioner's Association (ILPA) এবং Association of Regulated Immigration Adviseers (ARIA) এর ফেলো মেম্বার এবং Immigration & Inspiration এর কর্ণধার Barrister-at-Law Syed Aftab Ahmed এর কাছে। তিনি আমাদেরকে বলেন, আপনি নিজেই কোম্পানি গঠনের মাধ্যমে নিজের কোম্পানির বিপরীতে ভিসা নেন অথবা অন্য কারো কোম্পানিতে ভিসা নেন আপনাকে প্রথমেই জানতে হবে নিম্নোক্ত বিষয়গুলোঃ

Yearly ট্যাক্সঃ ১৯৬৫ সালের কোম্পানি আইনের অধীনে গঠিত কোম্পানিতে চাকুরীর জন্য আপনি ভিসা নিলে ১৯৬৭ সালের আয়কর আইন আপনার জন্য প্রযোজ্য হবে এবং আপনার আয়ের উপর ২৫% ট্যাক্স প্রযোজ্য http://www.hasil.gov.my/goindex.php?kump=5&skum=1&posi=2&unit=1&sequ=1)। পক্ষান্তরে ১৯৯০ সালের কোম্পানি আইন ও আয়কর আইন এর আওতায় প্রযোজ্য ট্যাক্স এর হার মাত্র ৩% (http://en.wikipedia.org/wiki/Labuan#Economy)।

পেইড আপ ক্যাপিটালঃ ১৯৬৫ সালের কোম্পানি আইনের অধীনে কোম্পানি গঠন করতে একক মালিকানায় ৫০০,০০০ রিঙ্গিত ও মালয়েশিউয়ান পার্টনার থাকলে ৩৫০,০০০ রিঙ্গিত পেইড আপ ক্যাপিটাল আপনার প্রয়োজন হবে

(http://www.imi.gov.my/index.php/en/main-services/expatriate/1st-stage–application-for-a-post) অথচ এই লিঙ্কে (http://malaysiabizadvisory.com/advantages-registering-malaysia-labuan-company/) দেখা যাবে যে ১৯৯০ সালের কোম্পানি আইনের অধীনে কোম্পানি গঠন করতে পেইড আপ ক্যাপিটাল মিনিমাম ১ মার্কিন ডলার হলেই চলবে। আর আপনার ভিসা যদি আপনার নিজের কোম্পানির না হয়ে অন্য কারো কোম্পানিরও হয় সেই কোম্পানির মালিক স্বাভাবিক ভাবেই চাইবে আপনার নিকট থেকে তার পেইড আপ ক্যাপিটাল এর একটা অংশ তুলে আনতে।

এছাড়াও তিনি আমাদের জানিয়েছেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন সঙ্ক্রান্ত যে কোন তথ্য এ সকল ওয়েবসাইটে খুঁজে না পেলে Immigration & Inspiration এর অফিস থেকে জেনে নেয়া যেতে পারে। ঠিকানাঃ বাসা ২২, রোড ৩৪, সেক্টর ৭, উত্তরা, ঢাকা, ফোনঃ 01675523976, 01941879218, ইমেইলঃ imm.insp@gmail.com