রবির বিজ্ঞাপনে জাতীয় পতাকার অবমাননা

ইকবাল
Published : 8 Oct 2016, 07:08 AM
Updated : 8 Oct 2016, 07:08 AM

গত কয়েকদিন ধরে মোবাইল কোম্পানি রবির একটি বিজ্ঞাপন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। যেখানে দেখা যায় একজন মহিলা মডেল বাংলাদেশের জাতীয় পতাকার প্রচ্ছদে তৈরি করা টি-শার্ট দিয়ে বারান্দার গ্রিল পরিস্কার করছে এবং কিছুক্ষন পর আরেকজন পুরুষ মডেল সেই টি-শার্ট গায়ে লাগিয়ে দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসার গান গাইছে। এটা কি ধরনের বিজ্ঞাপন তৈরী করল বিজ্ঞাপন নির্মাতা তাহা বোধগম্য নয়। যার সাথে মোবাইলের কলরেটের কোন সামঞ্জস্যতা নেই। আরেকটি কথা না বললেই নয় আমাদের দেশের বিজ্ঞাপনের বেশির ভাগই পণ্যের সাথে সামঞ্জস্যহীন বিজ্ঞাপন প্রচারিত হয়।

আর যারা রবি'র ঐ বিজ্ঞাপনের মডেল হয়েছেন তারাও অর্থের প্রতি এতটাই আকৃষ্ট ছিল জাতীয় পতাকার যে অবমাননা হচ্ছে সেটি বোঝার মত বিবেক তাদের ছিলনা। আমাদের দেশের চলচ্চিত্র প্রচারিত হওয়ার আগে সেন্সর র্বোড থেকে ছাড়পত্র পেতে হয় তেমনি বিজ্ঞাপনের ক্ষেত্রেও যেন সেরকম ছাড়পত্রের ব্যবস্থা করা হলে অসামঞ্জস্য কোন বিজ্ঞাপন প্রচারিত হবে না দেশের ভাবর্মূতি ক্ষুন্ন হবে না কারণ স্যাটেলাইটের বদৌলতে দেশের বিজ্ঞাপনগুলো বাহিরের দেশে প্রচারিত হচ্ছে।