বিশ্বকাপ ২০১১ তথ্যকণিকা

আশরাফুল ইসলাম দূর্জয়
Published : 12 Feb 2011, 11:09 AM
Updated : 12 Feb 2011, 11:09 AM

আসুন ২০১১বিশ্বকাপ সম্পর্কিত জানা বিষয়গুলি আবার ও দেখি।

অংশগ্রহণকারী ১৪ দলের অধিনায়ক ও কোচঃ

১। বাংলাদেশঃ সাকিব আল হাসান (অধিনায়ক)
জেমি সিডন্স (কোচ)
২। দঃ আফ্রিকাঃ গ্রায়েম স্মিথ (অধিনায়ক)
কুরি ভন জ্যাল (কোচ)
৩। কেনিয়াঃ জিমি কমান্ডে (অধিনায়ক)
এলডিন ব্যাপটিস্টে (কোচ)
৪। জিম্বাবুয়েঃ এলটন চিগাম্বুরা (অধিনায়ক)
এলান বুচার (কোচ)
৫।শ্রীলঙ্কাঃ কুমার সাংগাকারা (অধিনায়ক)
ট্রেভর বেইলিস (কোচ)
৬। অস্ট্রেলিয়াঃ রিকি পন্টিং (অধিনায়ক)
টিম নেলসন (কোচ)
৭। নিউজিল্যান্ডঃ ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক)
জন রাইট (কোচ)
৮। ইংল্যান্ডঃ এন্ড্রু স্ট্রস (অধিনায়ক)
এন্ড্রি ফ্লাওয়ার (কোচ)
৯। আয়ারল্যান্ডঃ উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক)
ফিল সিমন্স (কোচ)
১০। ওয়েস্ট ইন্ডিজঃ ড্যারেন সামি (অধিনায়ক)
ওটিস গিবসন (কোচ)
১১। নেদারল্যান্ডঃ পিটার বোরেন (অধিনায়ক)
পিটার ড্রিনেন (কোচ)
১২। কানাডাঃ আশিষ বাগাই (অধিনায়ক)
পুভুড়ূ দশনায়েকে (কোচ)
১৩। ভারতঃ এম এস ধোনি (অধিনায়ক)
গ্যারি কার্স্টেন (কোচ)
১৪। পাকিস্তানঃ শহিদ আফ্রিদি (অধিনায়ক)
ওয়াকার ইউনূস (কোচ)

বিশ্বকাপের ভেন্যুগুলোঃ

১। শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (ঢাকা, বাংলাদেশ)
ধারণক্ষমতাঃ ২৫০০০
নির্মাণসালঃ ২০০৬
২। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্রগ্রাম, বাংলাদেশ)
ধারণক্ষমতাঃ ২৫০০০
নির্মাণসালঃ ২০০৪
৩। ওয়াংখেড়ে স্টেডিয়াম ( মুম্বাই, ভারত)
ধারণক্ষমতাঃ ৪৫০০০
নির্মানসালঃ ১৯৭৪
৪। ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড (নয়া দিল্লী, ভারত)
ধারণক্ষমতাঃ ৪৮০০০
নির্মাণসালঃ ১৮৮৩
৫। সরদার প্যাটেল স্টেডিয়াম (আহমেদাবাদ, ভারত)
ধারণক্ষমতাঃ ৫৪০০০
নির্মাণসালঃ ১৯৮২
৬। এম. চিন্নাস্বামী স্টেডিয়াম (ব্যাংগালোর, ভারত)
ধারণক্ষমতাঃ ৪০০০০
নির্মাণসালঃ ১৯৬৯
৭। এম এ চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই, ভারত)
ধারণক্ষমতাঃ ৫০০০০
নির্মাণসালঃ ১৯১৬
৮। ইডেন গার্ডেন (কলকাতা, ভারত)
ধারণক্ষমতাঃ ৯০০০০
নির্মাণসালঃ ১৮৬৪
৯। পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম (মোহালি, ভারত)
ধারণক্ষমতাঃ ৩০০০০
নির্মাণসালঃ ১৯৯৩
১০। বিদর্ব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম (নাগপুর, ভারত)
ধারণক্ষমতাঃ ৪০০০০
নির্মাণঃ ২০০৮
১১। আর প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো, শ্রীলঙ্কা)
ধারণক্ষমতাঃ ৩৫০০০
নির্মাণসালঃ ১৯৮৬
১২। মাহিন্দ্র রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ( হামবন্ততা, শ্রীলঙ্কা)
ধারণক্ষমতাঃ ৩৫০০০
নির্মাণসালঃ ২০০৯
১৩। পল্লিকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
ধারণক্ষমতাঃ ৩৫০০০
নির্মাণসালঃ ২০০৯

খেলা পরিচালনা করবেন যারাঃ (আম্পায়ার)

সাইমন টোফেল, স্টিভ ডেভিস, রোড টাকার, ড্যারেল হারপার, ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
বিলি বাউডেন, টনি হিল (নিউজিল্যান্ড)
মারাইস এরাসমুস (দঃ আফ্রিকা)
আলিম দার , আসাদ রৌফ (পাকিস্তান)
শাভির তারাপোরে, আমিশ সাহেবা (ভারত)
ইয়ানগোল্ড, রিচার্ড কেট্টলেব্রহ, নাইজেল লং (ইংল্যান্ড)
অশোকা ডি সিলভা, কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
বিলি ডক্ট্রভ (ওয়েস্ট ইন্ডিজ)