পৃথিবী থেকে যুদ্ধ শেষ হবে কবে!

জে জিয়া
Published : 24 March 2011, 02:43 AM
Updated : 24 March 2011, 02:43 AM

পৃথিবী থেকে যুদ্ধ শেষ হবে কবে এই প্রশ্নের উত্তর কেউ কি বলতে পারবে? নতুন করে সভ্য মানুষেরা যুদ্ধ শুরু করেছে। ইরাকে যুদ্ধ এখনো শেষ হয়নি। আফগানিস্তানে যুদ্ধ চলছে। আবার লিবিয়ায় শুরু হয়েছে যুদ্ধ।

জাতিসংঘ কি যুদ্ধ ছাড়া কোন সমাধান দিতে পারে না। একটি যুদ্ধে শুধু অপরাধকারী ধংস হয় না। ধংস হয় অনেক নিরপরাধ মানুষ ।লিবিয়ায় যে যুদ্ধ চলছে তাতে কিছু দেশের সমর্থন আছে কিছু দেশের নাই। তাহলে কি ধরে নিব পৃথিবী দুই শিবিরে ভাগ হয়ে যাচ্ছে নাকি তৃতীয় বিশ্ব যুদ্ধ আসন্ন। জাতিসংঘ একটি নাম মাত্র সংগঠন এটাকে ব্যবহার করে অনেক দেশ সুবিধা অর্জন করে। জাতিসংঘ যেখানে শান্তি রক্ষা করবে সেখানে জাতিসংঘ নিজে অশান্তি সৃষ্টি করে। যুদ্ধের কারনেই আবহাওয়া এত পরিবর্তন আর এর ফলে জাপানে ভূমিকম্পে ২০ হাজার লোকের প্রাণহানি। সামনে কি আমাদের জন্য সভ্য মানুষের কারনে আরো সুনামি উপেক্ষা করছে। আমরা এখনো অনেক কিছু বুঝি না। আমরা সন্দুর শান্তি পৃথিবী চাই। বিশ্ব মোড়লদের কাছে আহবান এই যুদ্ধ বন্ধ করে অন্য উপায়ে লিবিয়া সমাধান খুঁজুন। তাতে হয়তো রক্তপাত বন্ধ হবে । না হলে এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আর লিবিয়ার নেতা গাদ্দাফির উচিত জনগনের প্রতি সম্মান দেখানো কারন জনগন না চাইলে বেশি দিন জোর করে ক্ষমতা থাকা যায় না। ইতিহাস আমাদের এই কথাই বলে।