এক ম্যাচে হারলেই সব শেষ নয়

জামাইল বশীর (জেবি)
Published : 17 March 2016, 01:04 AM
Updated : 17 March 2016, 01:04 AM

নকআউট ছাড়া লীগভিত্তিক ক্রিকেটে ছোট বড় সব হিসেব অত্যান্ত গুরুত্বপূর্ণ। মাত্র ১ রানের জন্য রানরেটে পিছিয়ে থেকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মত দলকে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিতে হয়েছে আবার সাউথ আফ্রিকা ১ রানের জন্য বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি।

এবারের বিশ্বকাপে প্রতি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনাল খেলবে। গ্রুপ "এ"র যা অবস্থা তাতে রানরেটে দুটি দল সেমিফাইনালে যাবার সম্ভাবনা অনেক বেশী।

এখন প্রশ্ন হলো:
বাংলাদেশ দলের অ্যানালিস্ট কে?
তিনি কি এসবের খবর রাখেন?
তিনি কি ধরেই নিয়েছেন আমরা বাকি ম্যাচের কোনটাতে জিততে পারব না?

যদি এসবের খবর রাখেতেন তাহলে নিশ্চয়ই দলকে বলতেন, এই বিশাল টার্গেট তাড়া না করতে পারলে ২০ ওভারে অন্তত ১৫৫ (মাত্র ৯ রান বেশী) রান করতে তাহলে ম্যাচশেষে আমাদের রানরেট থাকত – ২.৩০ এবং আমরা হারলেও ভারতের (-২.৩৫) উপরে থাকতাম।

http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/engine/series/901359.html?view=pointstable

বলাতো যায় না ভারত যদি একটি ম্যাচ হারে, আর আমরা যদি যেকোন দুটি ম্যাচ জিতি তাহলে গ্রুপ এ'র ভাগ্য নির্ধারিত হবে রানরেটের ভিত্তিতে।

বি.দ্র.: শুধু মাঠেই না আমাদেরকে মাঠের বাইরেও স্মার্ট ক্রিকেট খেলতে হবে।