মনে কি পরে সেই দিনগুলোর কথা?

জামাল হোসেন সেলিম
Published : 19 Oct 2014, 05:29 PM
Updated : 19 Oct 2014, 05:29 PM

ডোবা সেঁচে মাছ ধরা আর কাদায় গড়াগড়ি…!! শহুরে জীবনে অভ্যস্থ হয়ে ভুলে যাচ্ছি গ্রামীণতা। যেখানে ছিল খাল নদী, সেখানে আজ সড়ক পথ। ডোবা নালা যদিও কিছু থেকে থাকে তাতে নেই মাছের নাম গন্ধ। কাদায় গড়াগড়ি যাবেন? কার এমন বুকের পাটা? এমনই বিষাক্ত কেমিক্যালে পচানো সেই কাদা।গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে না পারি, অন্তত পরিবেশটাতো আমাদের ধরে রাখা উচিত। আমাদের নিজেদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে।