কেন কম্পিউটার ডেভেলপার প্রয়োজন?

জুয়েল ইসলাম
Published : 20 Jan 2016, 06:38 PM
Updated : 20 Jan 2016, 06:38 PM

বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে আমরা নিজেদের একটি মুহূর্ত কম্পিউটার বা ইন্টারনেটের সেবা ছাড়া ভাবতে পারি না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে – আজ থেকে মাত্র দুই দশকের কিছু বেশি সময় আগেও এসব জিনিস পৃথিবীর সিংহভাগ মানুষ কল্পনাও করে নি। কারন ততকালীন সময়ে পৃথিবীতে যেসকল কম্পিউটার বিজ্ঞানীরা ছিলেন তাদের কার্যক্রমের সাথে সাধারন জীবনযাত্রার মানুষদের কোন সম্পর্ক ছিল না। ১৯৯১ সালে টিম বার্নারসের www বা World Wide Web আবিষ্কারের ফলে কম্পিউটার বিজ্ঞানীদের কার্যক্রম ও সাধারন মানুষদের মধ্যে যে শক্তিশালী সম্পর্কের সেতু তৈরি হয় তারই সুফল আজকের পৃথিবী দেখতে পাচ্ছে। কিছুদিন আগেও যেখানে কম্পিউটার বিজ্ঞানীদের কার্যক্রম সম্পর্কে মানুষের কোন ধারনা ছিল না কিন্তু আজ কম্পিউটার বিজ্ঞানী হওয়া অথবা কম্পিউটার বিজ্ঞানীদের সাথে কাজ করা অনেকের সপ্নে পরিণত হয়েছে।

শত শত কাগজ, বই আর নথিপত্রের জায়গায় আজ স্থান করে নিয়েছে পিসি, ল্যাপটপ এবং ইন্টারনেটের ই-বুক। আর বিভিন্ন রক্ষনাবেক্ষন অফিস ঘরের জায়গা করে নিয়েছে অনলাইন সার্ভার যা আগের চাইতে আরও অধিক ধারনক্ষমতার অধিকারী ও অনেক কম ব্যয়বহুল। সাধারনভাবে কম্পিউটার ডেভেলপার বা উন্নয়নকারী বললে আমাদের চোখের সামনে ভেসে উঠে সেইসব কম্পিউটার বিজ্ঞানীদের ছবি যারা শুধু হার্ডওয়্যার নিয়ে কাজ করে। কিন্ত আসলে ধারনাটি ভুল। মাইক্রোসফটের সংজ্ঞা অনুসারে, ওয়েব ডেভেলপার, হার্ডওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার এরা সবাই কম্পিউটার ডেভেলপারের অন্তর্ভুক্ত। কারন প্রতিটি বিভাগ একটি অপরটির সাথে জড়িত এবং এসব জিনিসের ক্রমবর্ধমান উন্নয়ন দরকার হয় অন্যটিকে সহায়তা ও আরও অধিক শক্তিশালী করার জন্য।

বর্তমান বিশ্বে আপনার ব্যবসা যেধরনেরই হোক না কেন, ক্রেতা-গ্রাহকদের সম্মেলন করানোর জন্য আপনাকে ইন্টারনেটে সেবা প্রদানের প্রতি জোর দিতেই হয়। কারন অধিক ক্রেতা-গ্রাহক মানেই অধিক মুনাফা। আপনারা অনেকেই হয়তো এখনও বিষয়টি সঠিকভাবে অনুধাবন করেন না কিন্তু আজ অথবা কাল ঠিকই আপনি এই বিষয়ের উপর আগ্রহী হয়ে উঠবেন যখন দেখবেন আপনারই সমজাতীয় কোন ব্যবসায়ী এই পদ্ধতিতে অধিক মুনাফা অর্জন করছে। বর্তমান যুগে বেশিরভাগ অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠানও সারাবিশ্বে তাদের কার্যক্রম প্রচারের উদ্দেশ্যে ইন্টারনেটের সাথে যুক্ত হয়। পৃথিবীর সবচেয় বড় থেকে ছোটো বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, ব্যাংক, এনজিও, বিমাকারী প্রতিষ্ঠান, ভ্রমনসেবা সংক্রান্ত প্রতিষ্ঠান ইত্যাদি সবাই তাদের ব্যবসায়ীক প্রয়োজনে কম্পিউটার ডেভেলপারদের দ্বারা তাদের কাজ করিয়ে নেয়। আপনার জন্য যেমন হতে পারে –

-অধিক গ্রাহক আগমনের ফলে ব্যবসার নতুন নতুন দিক উন্মোচন হতে পারে।

– সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় রুপান্তর করা।

– নতুন নতুন অফার ক্রেতাদের সহজে জানানো যায়, যা বিক্রয় বৃদ্ধি ও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে।

– গ্রাহকদের সকল তথ্য সহজে ও নিরাপদে সংরক্ষণ করা যায় এবং সংরক্ষিত তথ্য সহজে বিশ্লেষণ করা যায়।

– ব্যবসার বর্তমান ক্ষতি ও ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতির কারন সম্পর্কে অবগত হওয়া যায়।

– ব্যবসায়ের সুনাম বৃদ্ধিতে প্রচুর ভূমিকা পালন করে।

আর আপনার ব্যবসা যদি প্রযুক্তিনির্ভর হয় তাহলে একজন কম্পিউটার ডেভেলপার কেন দরকার তা আপনই সবচেয় ভাল জানেন। তাই আপনার ব্যবসার ধরন অনুযায়ী কোন উদ্দেশ্যে আপনার একজন কম্পিউটার ডেভেলপার দরকার তার সঠিক পরিকল্পনা করে তারপর সিদ্ধান্ত নিন। আপনি যদি নিজে যথাযথ জ্ঞানসম্পন্ন হয়ে থাকেন তাহলে তা খুবই ভাল, কিন্তু যদি না হন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিকে সাথে রাখতে পারেন। যদি তা খুঁজে বের করা আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনার নিকটস্থ সবচেয় সেরা ডেভেলপার খুঁজে বের করতে নিচের লিঙ্কে খুঁজতে পারেন,

আপনাদের সবার সুন্দর ও প্রযুক্তিনির্ভর সফল ভবিষ্যৎ কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।