নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযান

জুয়েল ইউএসএ
Published : 7 April 2015, 01:08 PM
Updated : 7 April 2015, 01:08 PM

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযান এগিয়ে চলছে। প্রবাসের অন্যতম বৃহত্তম এই সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান গত ২ সপ্তাহ আগে শুরু হয়। এর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জনাব হাসানুজ্জামান হাসান।
উত্তর আমেরিকায় বসবাসরত নর্থ বেঙ্গল এর (রাজশাহী বিভাগের ৮টি জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলা) সর্বমোট ১৬টি জেলা নিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আত্নপ্রকাশ করে গত ৫ বছর পূর্বে। ইতিমধ্যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ড নিউ ইয়র্ক সহ প্রবাস এবং বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।
সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কনভেনার : ইঞ্জিনিয়ার এ বি মিজানুল হাসান(৭১৮-৩৪৪-০০৭৭)
কো-কনভেনার : আবু তাহের(৯১৭-৩৮৫-৭৩৬০)
সদস্য সচিব : মন্জুরুল আলম রবিন(৩৪৭-৫৬১-২৪৫১)
কো-কোঅর্ডিনেটর : এ্যাড: সুরাইয়া মনিরা(৩৪৭-৩৮৪-৬৮৬৬)
এবং সদস্য সংগ্রহ অভিযান সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সাধারন সম্পাদক রাকিবুজ্জামান খাঁন তনু(৭১৮-২০০-৪৩৮৩)চীফ কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করছেন।
যারা এখন্ও সদস্য ফর্ম সংগ্রহ করেননি তাঁদেরকে অতিসত্ত্বর সদস্য ফর্ম সংগ্রহের জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।
Visit North Bengal Foundation USA