বগুড়া সমিতির বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

জুয়েল ইউএসএ
Published : 19 April 2015, 05:49 PM
Updated : 19 April 2015, 05:49 PM

প্রবাসে দেশীয় সংষ্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে বাংলা বর্ষবরন-১৪২২ অনুষ্ঠিত হয় ১৭ই এপ্রিল, ২০১৫ শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় এক্সিট রিয়েলিটি অডিটোরিয়ামে । সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন ও সাংগঠনিক সম্পাদক এ্যাড: সুরাইয়া মনিরার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক বগুড়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান। বগুড়াবাসী ছাড়া্ও প্রবাসের গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির খান পল, সহ-সভাপতি ডা: আব্দুল লতিফ, আব্দুল মজিদ, শাহানা বেগম রীনা, হুমায়ুন ফাউন্ডেশনের মুনিয়া মাহমুদ, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের জাহিদ জেমস সহ অনেকে।

বৈশাখের দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসের অন্যতম শিল্পি লেমন চৌধুরী, সোমা রহমান, নার্গিস রহমানসহ অনেকে। নৃত্য পরিবেশন করেন প্রবাসের অন্যতম নৃত্যশিল্পি নারমিন। এছাড়া্ও সমিতির নৃত্যশিল্পিরা নৃত্য পরিবেশন করেন তাঁরা হলেন আফিয়া আনজুম লাবন্য, উৎস, প্রিয়ন্তি পাল ও স্বর্নালী। অত্যন্ত চমৎকার এই সাংষ্কৃতিক সবাই উপভোগ করেন বিমোহিত হয়ে।

সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজের খাবার বগুড়ার গৃহবধুরা বাসায় রান্না করে সরবরাহ করেন।যা ছিলো সত্যই মুখরোচক। পান্তা-ইলিশ, পিঠা সহ সকল দেশী খাদ্য খাদ্যতালিকায় ছিলো। যাদের অক্লান্ত পরিশ্রমে সভা সফলভাবে সম্পন্ন হয় তাঁরা হলেন মোহাম্মদ এ কাদির, আশরাফ হোসেন রতন, মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, রোকেয়া বেগম, আলতাব হোসেন সবুজ, রেজাউদ্দৌলা এাপোলো, আবু তাহের, বিধান চন্দ্র পাল, ওবায়দুল হক, আতাউর রহমান লিটন, এ্যাড: সুরাইয়া মনিরা, রবিউল ইসলাম, রাশিদা খাতুন হীরা, রাশেদ আল হেলাল রতন, গোলাম রাব্বানী, ইউসুফ আলী, স্বপন, সুফিনাজ স্বপ্না, রানা আহমেদ, জাবেদ জুয়েল, মুন, চন্দনা কাদির, সাদিয়া কাদির, শিল্পি সবুজ, চম্পা পাল, মনি, চন্দনা সকল বগুড়া সমিতির সদস্যবৃন্দ। নৈশভোজের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির।