‘তনু’ হত্যার বিচারের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

জুয়েল ইউএসএ
Published : 29 March 2016, 03:25 AM
Updated : 29 March 2016, 03:25 AM

নিউইয়র্ক ইয়ং সোসাইটির উদ্যোগে গত ২৭শে মার্চ, ২০১৬ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে 'তনু' হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোসাইটির পরিচালক ওয়াসিম খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন।

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিসহ তনু হত্যার বিচারের দাবিতে ইয়ং সোসাইটির সদস্যসহ স্থানীয় কমিনিটি নেতৃবৃন্দ ও সর্বসাধারণ উক্ত মানববন্ধনে অংশ নেয়। সেনানিবাস এলাকায় ধর্ষনের পর তনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু অদ্যাবধি খুনি সনাক্ত এবং গ্রেফতার না হ্ওয়ায় তার তীব্র নিন্দা জানানো হয়। মানববন্ধনে বক্তাগণ অতিদ্রুত খুনি সনাক্ত, বিচার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ শরিফ, ওমর ফারুক, ইমরান হাসান, সরয়ার জাহান জীবন, আতিকুল হক চৌধুরী, সানজিদা চৌধুরী, রাসেল, আব্দুর রব, ওবাইদুল হক, হাসিবুল হাসান ইউসুফ, ইকবাল হোসেন, রাশেদ আল হেলাল রতন, সবুজসহ অনেকে।