প্রচণ্ড তুষারপাতে আমেরিকায় জনজীবন অচল

জুয়েল ইউএসএ
Published : 15 March 2017, 05:14 AM
Updated : 15 March 2017, 05:14 AM

প্রচণ্ড তুষারপাতে আমেরিকার পেনসেলভেনিয়া, নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলে জনজীবন প্রায় অচল। গত রাত থেকে এ তুষারপাত শুরু হয়। আজকে সন্ধ্যা নাগাদ বন্ধ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে। ১৮ থেকে ২৬ ইঞ্চি তুষার পড়ার কথা থাকলেও বাস্তবে এটা কিছু কিছু এলাকায় ৩ ফুট ছাড়িয়ে যাবে।

তুষার পাতের পূর্বাভাসে স্কুলগুলোকে স্থানীয় প্রশাসন বন্ধ ঘোষনা করেছে এবং অতি জরুরী ছাড়া জনসাধারণকে বাহিরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। সকল অফিসগুলো বন্ধ আছে। এই তুষার গলে না যাওয়া পর্যন্ত প্রচন্ড ঠান্ডা আবহাওয়া থাকে।

ছবিগুলো এবং ভিডিও জেসাপ, পেনসেলভেনিয়া, ইউ.এস.এ. থেকে নেওয়া।

https://www.youtube.com/watch?v=Ay3yX238v80