সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় আইনান তাজরিয়ান প্রথম

জুয়েল ইউএসএ
Published : 3 April 2017, 12:34 PM
Updated : 3 April 2017, 12:34 PM

সৃজনশীল মেধা অন্বেষণ- ২০১৭ তে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করিয়াছে আইনান তাজরিয়ান। অনন্য প্রতিভার অধিকারী আইনান তাজরিয়ান বগুড়া সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজিমপুর গার্লস হাইস্কুল এন্ড কলেজে গত ৩০শে মার্চ এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রার্থীরা এখানে অংশগ্রহণ করে। ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৬০টির উপরে পুরস্কার প্রাপ্ত হয়েছে। নিম্নে আইনান তাজরিয়ানের কিছু প্রতিযোগিতার সাফল্য:

-স্বর্ণ কিশোরী বগুড়া
-জাতীয় চ্যাম্পিয়ান এইএসবিসি- প্রথম আলো ভাষা প্রতিযোগিতা
-ক্যাম্পার ম্যাথ অলিম্পিয়াড
-শ্রেষ্ঠ বিতার্কিক জাতীয় চ্যাম্পিয়ান এবং আরো অনেক।

দুই বোনের ছোট বোন আইনান তাজরিয়ান। বড় বোন জান্নাতুল আজমির শান্তনু অস্ট্রেলিয়ায় পিএইচডি করছে এবং মা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সে সকলের দোয়াপ্রার্থী।